রবিবার, ১৪ জানুয়ারী, ২০১৮

পুরোবতী দ্রাবণ

একটি হলুদ পাখি ডালে হাসিখুসি
তার হাসি গলে যায় ডানার পরতে
এভাবেই তো গলে যাই তোমার চিত্তে।

দেখো চোখের উপরে মিষ্টি রোদ-
দোলনার মতো হেলে দুলে।

ষড়ঋতুর সবটায় পাবে অনুভূতির ঘ্রাণ
এভাবেই তুমি ও আমি পুরোবতী দ্রাবণ
এভাবেই তো বেঁচে আছি অপরাপর মনন।

দেখো আত্মা দাউ দাউ করে জ্বলে-
দেহের উত্তাপ বায়ুতে মিশে।

কোন মন্তব্য নেই:

রঙ্গকাল

অামি মহাকাল

অামি অাকাশ অামি পাতাল অামি সুউচ্চ অামি পতিত। অামি নম্র অামি লৌহ অামি হার অামি বিজিত। অামি হাস্য অামি অশ্রু অামি মিলন অামি বিরহ। অাম...