বুধবার, ২৪ জানুয়ারী, ২০১৮

কাছে আসার চিহ্ন

উদ্বেল গহিন বেলায় নিশুতির স্বপ্নঘোরে 
তার যামিনী  হাসির ঢেউ জোয়ারে মিশে।
অালাপন  করি  তাঁর ভাবী স্মৃতির সাথে
অামি শুনে যাই তাঁর ঝংকার বিরান পথে।

অামি হারাই ঠিক তার ধ্বনিরাগের মাঝে
ঐ ধ্বনির কেন্দ্রস্থলে গতিশুন্য পরিভ্রমন।
অামি  মিশে যাই  তোমার চিবুকের স্পর্শে
অামি অাটকে থাকি ঠিক ব্যাঁঞ্জনের মাঝে।

সন্ধ্যা সাঁঝে পদ্মজলের প্রতীক্ষা তাঁর ছায়ায়
খুজে ফিরে সে দীপ্ত রাত্র, নৈঃশব্দ্যের ধাঁধায়।
তার প্রিয় বুলি, প্রতিটি বচন  হয়  স্তবের গান

এনেছি দেখ দুই জনমের  গোলাপ অফুরান।

অামার সকল প্রতিলিপি অাজ প্রাণ পায়
সখি বিরাজ করি তোমার চোখের তারায়।
প্রদীপের আলোয় তোমার রূপ তুলে রাখি
কপাটিকা খুলে দেখো সাড়া ঘরে কার ছবি।

তোমার মুক্তকেশের বায়ু এসে হারায় কাজলে
নাকফুলের মুক্তো  দ্যুতি  ছরিয়ে  পরে অাননে
সমীরণের প্রতিটি কণা  ছরিয়ে পরে মহাবিশ্বে
এই বসুন্ধরা কতই না ছোট প্রিয়তমার চোখে!

জলধী পারে বেলাভূমির নিড়ে গড়ি অন্বয়
বালুকাবেলায় হয় সন্ধি স্নিগ্ধ হাসনাহেনায়।
রোদের ছটায় স্নান করি, খোল প্রবেশদ্বার
পূর্ণ করো প্রীতির মায়ায় অামাদের সংসার।

দুই ঠোট উপর সৌভাগ্য মিশে ওষ্ঠগুলের রং
সে রঙের স্ফুটনে ঐশ্বর্যের গন্ধ মিশে বারুদে।
সুরভিত হয় সবুজের এই বিশ্ব প্রতিটি পরতে
অামি রবি  অাঁকি তার ভূচিত্র প্রতিটি কোণে।

অামি দিয়েছি একরতি অনুরাগ  রক্তের মধ্য
তার আত্মায় রেখেছি লুকিয়ে এক বিন্দু সত্য।
রেখেছি কয়েক দানা খুদ  'সত্য' বাঁচবে বলে
উড়েছে বিহগ রোদের নেশায় তার অাগমনে।

হে প্রিয়, তুমি অাসবে অামার 'সত্য' নিয়ে
গোধূলীর রং তার বুকে মেখে-
অনেক প্রতিশ্রুতি নিয়ে তুমি ফিরে আসবে,
সূর্য ডুবে গেলে ।

সেটাই হবে অামাদের কাছে  আসার চিহ্ন!

কোন মন্তব্য নেই:

রঙ্গকাল

অামি মহাকাল

অামি অাকাশ অামি পাতাল অামি সুউচ্চ অামি পতিত। অামি নম্র অামি লৌহ অামি হার অামি বিজিত। অামি হাস্য অামি অশ্রু অামি মিলন অামি বিরহ। অাম...