শুক্রবার, ১৯ জানুয়ারী, ২০১৮

সে অামার পাহারায় থাকে!

অরুণের মতোই উদোম অামি
নগ্ন অামার অনুরঁজিত পৃথিবী।
নিরুত্তাপহীন অবকাশ নিরিবিলি
একাকী ক্ষণ গুনি  নিথর মনে।

অামি অামার পাহারায় থেকে!

গোপন চাবুকের আঘাত সংযমী মনে
মৃত্তির ধুকধুকানিতে নীর ফুঁসে  ওঠে।
অাশান্ত রাতের নোলক বয় বিপরীতে
পাল্টা-স্রোতে হারাই নৈঃশব্দের তীরে

অামি অামার পাহারায় থেকে!

তোমার বুকের ঝালরে অাকাশ বিনিদ্র
হিমেল ছায়ায় শ্যামল চাদর বুকে নিয়ে।
প্রহর গুনি তার ডানা ঝাপটানোর পথে
শ্রবণহীন ঝরনার একমুঠো হাসি মেখে।

অামি অামার পাহারায় থেকে!

চাঁদ এসে ছুয়ে যায় তার ভেসেচলা ছায়া
প্রবেশ করে শিরায়, উপশিরায় বা রক্তে।
কিংবা অাতসবাজির স্ফুলিঙ্গ ছরিয়ে পরে
তার পাতলা স্বচ্ছ রেশমি বসনের নিচে।

অামি তাঁর পাহারায় থেকে!

তার অবারিত কোমল বিন্যাসের উপর
অামার গ্রহ-নক্ষত্ররাজি অধিষ্ঠান করে।
তার স্নেহে সুমেরীয় অাবর্ত ভেসে চলে
শান্তনু কুমেরুর শৈত্যের অধীর প্রবাহে।

অামি তাঁর পাহারায় থেকে!

সে কর্বুর  হয়ে  রাঙ্গিয়ে  যায় এই চৈতন্যে
রাত্রির সবটুকু  ঘ্রাণ  মিশে  উত্তাল  বুকে।
অনুভব করি অামর্শের দোল গভীরভাবে
অামি স্বর্গীয় অাবেশে বেঁচে থাকি কেননা-

সে অামার পাহারায় থাকে!

কোন মন্তব্য নেই:

রঙ্গকাল

অামি মহাকাল

অামি অাকাশ অামি পাতাল অামি সুউচ্চ অামি পতিত। অামি নম্র অামি লৌহ অামি হার অামি বিজিত। অামি হাস্য অামি অশ্রু অামি মিলন অামি বিরহ। অাম...