বুধবার, ২৩ মে, ২০১৮

নিঃস্ব অাবাসে

পরিযায়ী বুনোহাঁসের ফেরার টানে
অংশুমালী নেমে অাসে ধরণীগর্ভে।
তবু হিমানির কুহক তাকে বশ করে
তীব্র অসুখের গন্ধ মনে লেগে থাকে।
নিশ্চুপ ঢেউের ললাটে কলঙ্ক মাখা
রক্তপদ্মের পরাগে অদৃষ্ট বিভীষিকা।
অাজ হিম-বায়ু-চাঁদ ডুবে নিথর জলে
তাঁরা-রা তাই ফিরে যায় নিঃস্ব অাবাসে।

কোন মন্তব্য নেই:

রঙ্গকাল

অামি মহাকাল

অামি অাকাশ অামি পাতাল অামি সুউচ্চ অামি পতিত। অামি নম্র অামি লৌহ অামি হার অামি বিজিত। অামি হাস্য অামি অশ্রু অামি মিলন অামি বিরহ। অাম...