বুধবার, ২৩ মে, ২০১৮

গোধূলীর নিড়ে!

সোনালী স্বর্ণের তাপদহনে দীপ্ত পুড়ে ছাই হয়
নোনাজলের নপুংসকতায় দরিয়া যৌবন হারায়।
কালরাতের কালোছায়ার অাধার হারিয়ে য়ায়
হিমবায়ুর দাপটে ঘুমচোখা পরিযায়ী পথ হারায়।
বৃদ্ধ খেয়ায় মাঝিমাল্লা পাড়ি দেয় কুয়াশার বাঁকে
পরিত্যাক্ত বীরাঙ্গনার ছেড়া কাপড় ফিরে পেতে।
তবু শিমুল তার নিযুত পল্লবপুঞ্জ মেলে ধরে শূন্যে
যদি সুখ-সারির বিকেল ফিরে গোধূলীর নিড়ে!

কোন মন্তব্য নেই:

রঙ্গকাল

অামি মহাকাল

অামি অাকাশ অামি পাতাল অামি সুউচ্চ অামি পতিত। অামি নম্র অামি লৌহ অামি হার অামি বিজিত। অামি হাস্য অামি অশ্রু অামি মিলন অামি বিরহ। অাম...