বুধবার, ২৩ মে, ২০১৮

হৃদয়ের নদী

সূর্যের রূপার রঙে ঝলমল করিছে প্রহর
নিম্নে দিকচিহ্নহীন সুপ্তি মগ্ন মেঘের প্রান্তর
সেখানে ঘাসের পাতা ঘুমের মত
অজস্র পাতার ফাঁকে
হৃদয়ের নদী হয় চাঁদ নেমে আসে

কোন মন্তব্য নেই:

রঙ্গকাল

অামি মহাকাল

অামি অাকাশ অামি পাতাল অামি সুউচ্চ অামি পতিত। অামি নম্র অামি লৌহ অামি হার অামি বিজিত। অামি হাস্য অামি অশ্রু অামি মিলন অামি বিরহ। অাম...