মঙ্গলবার, ২২ মে, ২০১৮

পথ

বায়ুর পিঠে পথ চলে অন্য পথে
যে পথে মর্ মর্ নিঃশব্দ ঝংঙ্কার।
যে পথে হয়না ঝরা পাতার কথা
যে পথ গোপনে রাখে বিশ্বমাতা।

যে পথে কেউ দেখেনি  তাঁরকা
যে পথে কেউ লেখেনি কবিতা।
যে পথে পথ  হাটেনি কোনদিন
পথ খুজে চলে সে পথের দিশা।

গোধূলীর বাঁকে বিরানভূমি পথ ধরে
এক পশলা বৃষ্টিজলের পতনোল্লাশ।
মেঘের গাঁয়ে পূর্ণ চন্দ্রের ছুটির ঘন্টা
তাই সন্ধ্যা তাঁরার অাজ উঠতে মানা।

কাশফুলের বনে তার সকল কথা
বিলিয়ে কষ্টা গাথা মৃত্তিকার বুকে।
গহিন বনে একালা পথ হেটে চলে
অপর প্রান্তের অপেক্ষা যুগে যুগে।

নৈশব্দ ঝাউবনের স্মাত পল্লবে মতোই
জলের দ্যূতি পথচিবুকে অাছড়ে পড়ে।
সর্ সর্ ধারা অার ছলাৎ কিঙ্কিণী সুরে
মুক্তধারা বয়ে চলে গহিনের শেষপ্রান্তে।

পথের জীবন্ত চিত্রপঠ মৃত্তিকা বুকে
পথ চিত্র অাঁকে তার জলের ললাটে।
বিন্দু কণার বিরামহীন অভিযাত্রায়
পথের বজ্রমুঠি বিজয় কেতন ওড়ে।

অাবার পথ ওঠে বায়ুর পিঠে
নতুন অালোক পথের সন্ধানে।
এভাবে অাবার অন্য কোথাও
পথ অার পথের দেখা মেলে।

কোন মন্তব্য নেই:

রঙ্গকাল

অামি মহাকাল

অামি অাকাশ অামি পাতাল অামি সুউচ্চ অামি পতিত। অামি নম্র অামি লৌহ অামি হার অামি বিজিত। অামি হাস্য অামি অশ্রু অামি মিলন অামি বিরহ। অাম...