বৃহস্পতিবার, ১৭ মে, ২০১৮

শ্রেষ্ঠ অতুলা

অামার অস্থিরতা, তোমার ঈর্ষা
অামার খ্যাপমী, তোমার লজ্জা
ব্যক্ত  অব্যক্ত  সমুদয়  অনুভূতি
ঢেউ তোলে ধমনীর রক্তস্রোতে।

দ্বিপ্রহের ছায়ায় একবিন্দু আলো 
কৃষ্ণনিশায় তুমি  উজ্জ্বল নক্ষত্র।
বৈক্লব্যে তার অানয়ন নীড়ে প্রশান্তি  
মম দৈন্যতায় সে নিষ্কৃতির কাণ্ডারি।

পুরাঘটিত মহকালের ন্যায়
শ্রেষ্ঠ অতুলা, তুমি এ দুয়ারে।
অপেক্ষায় সে যন্ত্রণা অার নয়
যে যন্ত্রণায় মর্ম ডুকরে উঠে।

সমীরণের ঐ আঙুল ছুঁয়ে 
তুমি অাবার এসেছ স্পর্শে।
রেখেছি সহস্র স্বপ্ন মালা
দেখ, তোমার অধিকারে।

মম অস্তিত্ব তাকে তুলে দিয়ে
অাজ তৃপ্ত  মনের নগ্ন উল্লাস। 
তার দাপটে ছিড়ে অনন্য প্রাণ
সানাইড হৃদয়ে গরিমা জম্মে।

শত সহস্র শতাব্দী বেঁচে থাকি
অাামাদের স্বপ্ন ছড়িয়ে দিতে।
মিশে থাকি প্রতিটি ধূলিকণায়
পরিভ্রমণ করি সমগ্র ব্রহ্মাণ্ডে।

নক্ষত্রে রশ্মিজালে প্রতিদিন
ছরিয়ে পড়ি  বিশ্ব ব্রহ্মাণ্ডে।
সে রশ্মি খুজে ফিরে তোমায় 
তোমায় খুঁজে পাই জান্নাতে।

দেখি তুমি বেশ অাছো
অামার দেওয়া রক্তের সাথে।
সহস্র স্বপ্ন জাল বুনছো 
অামাদের অাগামীকে ঘিরে।

প্রতিক্ষণে খুজে  নিই তোমায়
শত সহস্র  স্বপ্নলোকের মাঝে।
ফিরে পাই পৌরুষদিপ্ত কামনায় 
বা নতুন লেখা  কোন কবিতায়। 

কোন মন্তব্য নেই:

রঙ্গকাল

অামি মহাকাল

অামি অাকাশ অামি পাতাল অামি সুউচ্চ অামি পতিত। অামি নম্র অামি লৌহ অামি হার অামি বিজিত। অামি হাস্য অামি অশ্রু অামি মিলন অামি বিরহ। অাম...