বুধবার, ২৩ মে, ২০১৮

টুনাটুনি সংসার

হিমাদ্রী নীল বুনো শালিকের চোখে
অশান্ত কল্লোলময় বিপ্লবী বাতায়নে।
ধরণী স্বপ্নে চড়ুইভাতি মিটিমিটি জ্বলে
শিশিরধৌত জোনাকির স্বল্প অাগমনে।
অাধার মুছে ফেলে রাত জাগা পাখি
রূপার চাঁদ অার বিস্তৃত স্মৃতির মাঝে।
অামের মুকুল হারায় কুয়াশার চাদরে
শূন্যের দেয়ালে টুনাটুনি সংসার বাঁধে।

কোন মন্তব্য নেই:

রঙ্গকাল

অামি মহাকাল

অামি অাকাশ অামি পাতাল অামি সুউচ্চ অামি পতিত। অামি নম্র অামি লৌহ অামি হার অামি বিজিত। অামি হাস্য অামি অশ্রু অামি মিলন অামি বিরহ। অাম...