মঙ্গলবার, ১৬ জুন, ২০২০

জীবন



এক জীবনের ঢের উমেদ
বেঁচে থাকে মানব আত্মায়।
ছুটতে চায় সে ভূলোক-দ্যুলোক
তবু শৃঙ্খলে সবই মায়ায়।
কাম্য, তোমায় কত্তো অনুরক্তি!
তুমি কখনো মেঘ না চাইতেই বৃষ্টি-
আবার কখনো বা নিরন্তর অপূর্ণতা,
অথবা কষ্টে-সৃষ্টের অমোঘ সফলতা।
জীবন, তুমি কতো মধুর!
শাশ্বত চক্রে প্রিয় সুর।
বর্তমানে তুমি সুন্দরতম
স্মৃতিতে তুমি সর্বশ্রেষ্ঠ।
অনাগতে তুমি প্রাণ সঞ্জীবনী
আহারে জীবন- "তোমায় ভালবাসি"!

কোন মন্তব্য নেই:

রঙ্গকাল

অামি মহাকাল

অামি অাকাশ অামি পাতাল অামি সুউচ্চ অামি পতিত। অামি নম্র অামি লৌহ অামি হার অামি বিজিত। অামি হাস্য অামি অশ্রু অামি মিলন অামি বিরহ। অাম...