মঙ্গলবার, ১৬ জুন, ২০২০

মহাকবির 'বাংলাদেশ' কবিতা


হে মহানায়ক-
১৯২০ সালের ১৭ ই মার্চ
টঙ্গীপাড়ায় এলো তুমি মানবতার কথা বলতে।
সহস্র বছরের বঞ্চিত বাঙ্গালির দুঃখে মুছতে
তুমি এলে মুক্তির ত্রাতা হয়ে।


হে যুগশ্রেষ্ঠ কবি-
সদ্য ভূমিষ্ট শিশুর সবটুকু নিষ্পাপ ধারণ করে
তুমি উপহার দিলে মহান "বাংলাদেশ" কবিতা!
তোমার কীর্তির পথে ছিলনা ফুল কিংবা দিশা
সে পথে ছিল রক্ত, কারাগার, মৃত্যুর বিভীষিকা।

হে ধ্রপদী কবি-
কবিতায় তুমি বলেছ বিশ্ব মানবের মুক্তি
তোমার কবিতায় জেগে উঠল ঘুমন্ত জাতি।
কালের ধ্রুবতারা দেখেনি হিমালয়ের শির,
দেখেছে তোমার কবিতা, করেছে বিনম্র স্তুতি।

হে রাজনীতির কবি,
কবিতায় তুমি লিখলে "স্বদেশী আন্দোলন"
তুমি লিখলে অখন্ড-বাংলা, দাঙ্গার বিরূদ্ধচারন।
৫২ এর আন্দোলনে লিখলে কবিতার অভিধা।
একেএকে কবিতার দ্রোহে রচিত হলো-
জাতির মুক্তির সনদ,গণঅভ্যুত্থান, স্বাধীনতা।

হে স্বাধীনতার প্রতীক,
কবিতার শ্রেষ্ঠাংশে তুমি লিখলে-
দাবায় রাখতে পারবা না!
বজ্রকণ্ঠে কবিতায় বললে-
"এবারের সংগ্রাম, অামাদের মুক্তির সংগ্রাম
এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম।"

হে মুক্তির কবি,
তুমি উপহার দিয়েছো মুক্তিযুদ্ধের মহাকাব্য
কাব্যের প্রচ্ছদে লিখেছ-
'আমার সোনার বাংলা, আমি তোমায় ভালবাসি'।
ভূমিকায় বলেছ-
চল্ চল্ চল্, ঊর্ধ্ব গগনে বাজে মাদল, নিম্নে উতলা ধরণী-তল।
পরিবৃত্তে এঁকেছ-
অর্জিত মহান বিজয়ের 'লাল কেতন'।

হে ক্ষণজন্মা কবি,
কবিতার বিনাশে শকুনেরা করেছে তোমার অন্তর্ধান
৩২ নম্বরের সিঁড়ি বেয়ে রূধি নেমেছে বঙ্গোপসাগরে;
অসমাপ্ত কবিতার বুকে লঙ্ঘিছো তব মৃত্যুপ্রাণ
তবু হে কবি, তোমার রচিত "বাংলাদেশ" সূর্যের চেয়েও দীপ্যমান!

হে মহান পিতা,
হাজার বছরের শ্রেষ্ঠ তুমি, শ্রেষ্ঠ তোমার সৃষ্টি
সারাবিশ্বের বিস্ময় মানব, অমর মৃত্যুঞ্জয়ী।
ভূলোক দ্যূলোক গগন কাপিয়া উচ্চারিত নাম
হে বঙ্গবীর! উদ্ধত শির! শেখ মুজিবুর রহমান!

মুজিবের নামে শপথ-
বাংলাদেশ কবিতা মহাবিশ্ব করিবে জয়
বিশ্ব-সমাজ রইবে চেয়ে অবাক বিষ্ময়।
ধরণীর বুকে রচিত হবে-মুজিব সন্তান শ্রেষ্ঠ
সেটাই হবে অসমাপ্ত কবিতার সুন্দর সমাপ্ত।
শ্রেষ্ঠদের শ্রেষ্ঠ আসনে থাকবে বঙ্গবন্ধু তুমি,
মহাকাল প্রীতিতে জপবে তোমার কীর্তিনামা।
বিশ্ববাসী উর্ধ্ব করিবে মহান পিতার নিশান
সর্বদলের মিছিলে থাকবে বঙ্গবন্ধুর নাম।
মুজিব মানে স্বাধীনতা, মুজিব মানে মানবতা
মুজিব মানে প্রগতিশীল, মুজিব মানে সমতা।
মুজিব মানে বাংলাদেশ, মুজিব মানে বিশ্বনেতা
মহাকাল স্বরিবে তোমার 'বাংলাদেশ' কবিতা।

হে মহামানব,
তুমি ইতিহাস, তুমি বিশ্ব ঐতিহ্য, মানবতার তোরণ
অবিনশ্বর তুমি মহাকালের বুকে-
তুমি ছিলে, তুমি আছ, তুমি থাকবে।
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু!

কোন মন্তব্য নেই:

রঙ্গকাল

অামি মহাকাল

অামি অাকাশ অামি পাতাল অামি সুউচ্চ অামি পতিত। অামি নম্র অামি লৌহ অামি হার অামি বিজিত। অামি হাস্য অামি অশ্রু অামি মিলন অামি বিরহ। অাম...