মঙ্গলবার, ১৬ জুন, ২০২০

নীল সমুদ্রের দ্বীপে

তুমি নীলাদ্রীকে ছুয়ে দিতেই সহসাই জল হেসে উঠবে খিলখিলিয়ে-
যেন সেই শৈশবের উচ্ছল হাসি আর অকৃত্রিম সরলতা!

হঠাৎই এক রাশিজল তোমার বুকে আছড়ে পড়তেই
শিহরিত হবে তোমার মন-
যেন সেই বয়ঃসন্ধিনকালে প্রথম ভাল লাগার অব্যক্ত অনুভূতি!


বাধভাঙ্গা উল্লাসে তলিয়ে জলকেলি খেলবে তোমার দেহ
যেন প্রথম যৌবনে কুড়িটি রক্তপদ্ম তুলে আনার গল্প!

গোধূলির অস্তগামী সূর্যের সবটুকু রক্তে তুমি হবে রঞ্জিত-
যেন বিচ্ছেদ কাতর অভিমানী প্রেমিকার নিরব অশ্রুধারা!

নীল সমুদ্রের দ্বীপে তুমি হবে বিচ্ছিন্ন
আবার আমায় ফিরে পেতে!

কোন মন্তব্য নেই:

রঙ্গকাল

অামি মহাকাল

অামি অাকাশ অামি পাতাল অামি সুউচ্চ অামি পতিত। অামি নম্র অামি লৌহ অামি হার অামি বিজিত। অামি হাস্য অামি অশ্রু অামি মিলন অামি বিরহ। অাম...