মঙ্গলবার, ১৬ জুন, ২০২০

শাশ্বত পথ


এই সুখ, তো এই ক্লেশ
এই হাসি, তো এই কান্না।
এক চরিতের সিদ্ধিতে
আগে পিছে কত্তো বাধা!

হে মানব-
ছড়িয়ে দাও পথে পথে
যত আলো অাছে দেহে।

কালের বুকে এঁকে যাও-
তোমার প্রতিটি পদরেখা।

এটাই শাশ্বত অমোঘ পথ
এক জীবনের সকল মানে।
আহা, চির সৌম্যর নবজন্ম-
অন্তের এক উত্তম বিয়োগে!

কোন মন্তব্য নেই:

রঙ্গকাল

অামি মহাকাল

অামি অাকাশ অামি পাতাল অামি সুউচ্চ অামি পতিত। অামি নম্র অামি লৌহ অামি হার অামি বিজিত। অামি হাস্য অামি অশ্রু অামি মিলন অামি বিরহ। অাম...