মঙ্গলবার, ১৬ জুন, ২০২০

বিচ্ছিন্ন বদ্বীপ

সহসা স্মৃতির কোণায় কখনো সখনো
ঐ নিষ্পাপ মুখগুলো আমাদের মুখোমুখি

ভেসে উঠে, ফিসফিস করে কি বলে ওরা?
হেসে ওঠে খিলখিলিয়ে!

আমরা কি এখনো তাই?
যেমনটা ছিলাম অাগে!

নাকি নিষ্ঠুর কালের গারদে
আমরা সবাই কয়েদী-
'বিচ্ছিন্ন বদ্বীপে'।

কোন মন্তব্য নেই:

রঙ্গকাল

অামি মহাকাল

অামি অাকাশ অামি পাতাল অামি সুউচ্চ অামি পতিত। অামি নম্র অামি লৌহ অামি হার অামি বিজিত। অামি হাস্য অামি অশ্রু অামি মিলন অামি বিরহ। অাম...