মঙ্গলবার, ২৬ ফেব্রুয়ারী, ২০১৯

-ঃঅপদার্থের অমনিবাসঃ-


আচার্য কলিপের হাজার বছরের পুরোনো জ্যোতিষ বিদ্যায়
তন্ন তন্ন করে খুজেছি আমাদের আহুত ভবিষ্যৎ।
এনাক্সিমেন্ডারের সৃষ্টিতত্বের পরিনত অনুরাগে ভেসে বেড়াই নিরন্ত
তবু অদৃষ্টের মহাকাল কেমন যেন রাহুগ্রহে আচ্ছন্ন।

কল্পনার অন্তিম ঠিকানায় আশ্রয় খুজতে খুজতে
একতরফা মাত্রায় ঘুরছি কোপার্নিকাস নভোমন্ডলে।
দমের অণুবল খুজতে গ্যালিলিও-র বলবিদ্যা করেছি কাটাছেরা
তবু লবডঙ্কার অন্তঃকরণে অন্তঃকলহ, কি যে পাওয়ার নেশা!

ভুঁইফোঁড়ের অহেতুক কর্ষে নিউনের মহাকর্ষ খুজে পাইনি
গতিসূত্রের অনিঃশেষ নিয়মে খর্খরে মননের হয়নি গতি।
উপলব্ধ চৈতন্যের পরম ভর আর আইনিস্টেনর আপেক্ষিকতা
যেন রাম আর ঘটিরাম; কি যে এক লেজেগোবরে অবস্থা!

এডুইন হাবলের দূরবীনে দেখেছি অস্থিত আকাশগঙ্গা, নিহারিকা
প্লাঙ্কের ফোটন তত্ত্বে পাইনি অনুভবের বিকিরিত সীমারেখা।
সাসকিন্ডের 'তার-তত্বে' কৃষ্ণ গহ্বরের গভীরতা যতটা শাশ্বতে
আদমীর হৃদয়ের গভীরতা বুঝতে আদম ততটাই নটঘটে।

মহাকালের পলক দৃশ্যে রঙ্গমঞ্চের চোতা নৃত্য
অরুণ মিলায় ইশ্বরি কণায় সৃষ্টি-ধ্বংসের নাট্য।
আত্মা দিকবিদিক শুন্য হকিংয়ের মহাবিস্ফোরণে
মহাজাগতিকের স্পৃহায় সে হারায় দূর হতে বহুদূরে।

কোন মন্তব্য নেই:

রঙ্গকাল

অামি মহাকাল

অামি অাকাশ অামি পাতাল অামি সুউচ্চ অামি পতিত। অামি নম্র অামি লৌহ অামি হার অামি বিজিত। অামি হাস্য অামি অশ্রু অামি মিলন অামি বিরহ। অাম...