মঙ্গলবার, ২৬ ফেব্রুয়ারী, ২০১৯

সব কুসুম যদি যায় ঝরে!

আবির তুই সবি কখন?
বল মায় দিব্যি করে।
শেষ বেলায় লাভ কি বল-
সব কুসুম যদি যায় ঝরে!

বির এসে বলে তাঁকে-
কই ছিলি তুই কোন বাঁকে?
ছুতে তোর সিঁথির কোণ-
কত রাত বিরহে কাটে!

কোন মন্তব্য নেই:

রঙ্গকাল

অামি মহাকাল

অামি অাকাশ অামি পাতাল অামি সুউচ্চ অামি পতিত। অামি নম্র অামি লৌহ অামি হার অামি বিজিত। অামি হাস্য অামি অশ্রু অামি মিলন অামি বিরহ। অাম...