মঙ্গলবার, ২৬ ফেব্রুয়ারী, ২০১৯

একুশ সূর্য

মায়ের ছেলেরা একুশের দ্বীপ্রহরে
১৪৪ ধারা কে বাংলার পায়ে পিশে।
বাংলা একাডেমিতে স্লোগানে মুখরিত,
দাবী একটাই- "রাষ্ট্র ভাষা বাংলা চাই।"

হায়েনা বাহিনীর বিষাক্ত কার্তুজে
রফিক, শফিক, জব্বার প্রমূখের
বুকের কোটর হতে ঠিকরে পড়ে,
সবুজ বাংলার রুধির লালসূর্য।

মুক্তি পাগল ফিনিক্স পাখির মতই
কোটি বাঙ্গালীর ঘুম ভাঙ্গা মিছিলে-
উড়ায় লাল সবুজের স্বাধীন কেতন
বিশ্বের বুকে সৃষ্টি অনন্য বাংলাদেশ!

একুশ সূর্যে বিশ্ব জাতি হয় অালোকিত
শত কোটি প্রাণের বাজে বিল্পবী কণ্ঠ।
অমর একুশে কেপে উঠে বিশ্বদরবার
সকল কণ্ঠে মাতৃভাষার দৃঢ় অঙ্গিকার।

কোন মন্তব্য নেই:

রঙ্গকাল

অামি মহাকাল

অামি অাকাশ অামি পাতাল অামি সুউচ্চ অামি পতিত। অামি নম্র অামি লৌহ অামি হার অামি বিজিত। অামি হাস্য অামি অশ্রু অামি মিলন অামি বিরহ। অাম...