মঙ্গলবার, ২৬ ফেব্রুয়ারী, ২০১৯

মায়ার বাধন

আমার এই অস্তিত্বের পথ মাড়িয়ে
স্মৃতির গল্পরা সবাই ধূলোয় মিশে।
কিছু সমন্বয় ও অনিশ্চিত হিসাবে
মহাকালের বুকে সবাই যায় ক্ষয়ে।

অবিরাম আমি প্রাপ্তির অঙ্ক কসি
কখনোবা জীবনের হিসাব মিলে।
অথবা প্রভেদে চাওয়ার সাঙ্গ হয়
ইচ্ছেগুলো মিশে যায় মহাকালে।

তবু এই পরিভ্রমণে কত্তো যে সুখ
পাওয়া না পাওয়ার ব্যাবধানে।
কপোত যুগলের উৎকৃষ্ট নীড়
প্রিয় সংসার আর মায়ার বাধনে।

বেশঃ মনোরম এই বেঁচে থাকা
আমি ও আমাদের সংসারে!

কোন মন্তব্য নেই:

রঙ্গকাল

অামি মহাকাল

অামি অাকাশ অামি পাতাল অামি সুউচ্চ অামি পতিত। অামি নম্র অামি লৌহ অামি হার অামি বিজিত। অামি হাস্য অামি অশ্রু অামি মিলন অামি বিরহ। অাম...