মঙ্গলবার, ২৬ ফেব্রুয়ারী, ২০১৯

সে আসবে বলে!

পদ্মকলির যৌবনা দেহ জলে মিশে-
ধুয়ে যায় বৃথা নপুংসক নিথর জলে
তার দেহবৃন্তের প্রতিটি পাপড়ি অাজ
অনাদরে এলোপাথাড়ির অবেলায়।
..........................................
এদিকে-
অরুণের এক পশলা তরুণ মেঘ
হংসবলাকার সফেদ ডানায় চড়ে
পাড়ি দেয় ঝিনুকের মালার দেশ
খুঁজে ফিরে আরধ্য নীলকমলিনী।
..........................................


সহসা, অরুণের কানে ভেসে অাসে-
এই এই এই, এই তো আমি----

নির্লিপ্ত অপরাহ্ন কে ডাকে ঐ-
শুনে সে কার আহ্বান?
ধরিত্রীর সকল রং কে আসে হায়!
এই চেতনায় কে মিশে যায়?
কে সে উদগ্রীব ডাকে আমায়?
কে ভাসায় আমায় কোন ঠিকানায়?
..........................................

পদ্মকলির ইন্দ্রিকোণে তরুণ মেঘের ফুঁ
উষ্ণ হয়ে অঝোরে ঝরে তার দেহবৃন্তে
জলের পরাগায়ণে সে আর মেঘ বৃষ্টি-
ধুয়ে মুছে সাফ হয় দুপ্রাণের অাকুতি।
..........................................

ধাঁ করে তরুণ মেঘ ধূম্র হয়
হংসবলাকার পাখনায় মেলে
পৌঁছে মেঘ বাড়ির ঠিকানায়।
এদিকে কমলিনীর প্রতীক্ষা-
কখন সে আসবে বলে!

কোন মন্তব্য নেই:

রঙ্গকাল

অামি মহাকাল

অামি অাকাশ অামি পাতাল অামি সুউচ্চ অামি পতিত। অামি নম্র অামি লৌহ অামি হার অামি বিজিত। অামি হাস্য অামি অশ্রু অামি মিলন অামি বিরহ। অাম...