মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০১৬

মিথ্যার বসতি

সময়কালে কে সাক্ষী রেখে,
বুকভরা নিশ্বাসের প্রাণ দোলকে,
হাতে হাত রেখে বলেছিলে প্রিয়তমা,
কখনো ছেড়ে যাবে না।

জোসনায় শিতলতা অঙ্গে মেখে,
অাবছা অালোর মিষ্টি হাসিতে,
এক সাথে চন্দ্রপানে তাকিয়ে প্রতিজ্ঞা করেছিলে,
অামাকে ভুলে যাবে না।

জলেকেলিতে পা ডুবিয়ে,
একে অন্যের ছোয়াছুয়িতে,
কানে কানে চুপটি করে বলেছিলে,
ভালবাসা হারিয়ে যেও না।

তবে কি তুমি মিথ্যা ছিলে,
নাকি অামি নিজেই মিথ্যা হয়ে বসত করেছি তোমার সাথে?
প্রশ্ন করে অার লাভ  কি বলো-
উত্তর অবান্তর।

কোন মন্তব্য নেই:

রঙ্গকাল

অামি মহাকাল

অামি অাকাশ অামি পাতাল অামি সুউচ্চ অামি পতিত। অামি নম্র অামি লৌহ অামি হার অামি বিজিত। অামি হাস্য অামি অশ্রু অামি মিলন অামি বিরহ। অাম...