বুধবার, ১৯ অক্টোবর, ২০১৬

ভালবাসা হারিয়ে গেছ

ছিলে তুমি কল্পনায়, নাই অার বাস্তবতায়
ছিলে তুমি চোখের তারায়, নাই অার দৃষ্টিসীমায়।

ছিলে তুমি ফাল্গুনে , নাই অার পৌষে
ছিলে তুমি হাসির মাঝে, নাই অার বিরহে।

ছিলে তুমি প্রেমী হয়ে, নাই অার প্রেমে,
ছিলে তুমি সুখ হয়ে, নাই অার অসুখে।

ছিলে তুমি হৃদয় মাঝে, নাই অার অস্তিত্বে
ছিলে তুমি স্পন্দনে, নাই অার স্পর্শে।

ছিলে তুমি অামার সীমানায়, নাই অার সীমারেখায়
ছিলে তুমি প্রেম অাত্মায়, নাই অার ভালবাসায়।

ছিলে তুমি অামার ঠোটে, নাই অার স্বরে
ছিলে তুমি অামার রূপে, নাই অার জীবনে।

ভালবাসা তুমি হারিয়েছ, ভালবাসা তুমি মিলিয়েছ-
'জন্মান্তরে'।

কোন মন্তব্য নেই:

রঙ্গকাল

অামি মহাকাল

অামি অাকাশ অামি পাতাল অামি সুউচ্চ অামি পতিত। অামি নম্র অামি লৌহ অামি হার অামি বিজিত। অামি হাস্য অামি অশ্রু অামি মিলন অামি বিরহ। অাম...