বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০১৬

রহস্য

যে সমৃদ্ধির ভাগ্য মানুষ সদাইের অাসায় ছুটে বেড়ায়,
এক ঝলেকের ভেলকি দেখেই ভাবে সে অর্জন করেছে।

যে সপ্নের অন্ত মানুষ খুজে বেড়ায়,
এক চিলতে সুখ পেলেই ভাবে তাকে খুজে পেয়েছ।

যে আকর্ষনে মানুষ পূর্ব পশ্চিম চষে বেড়ায়,
এক মুঠো অালো পেলেই ভাবে সে সফল হয়েছে।

যে রহস্য মানুষ সারা জীবন খুজে বেড়ায়,
অঙ্গতার বশিভূত হয়ে ভাবে তাকে খুজে পেয়েছে।

অামরা অাপনাকে হারিয়ে যখন পৃথিবীর ব্যস্ততায় যাই ডুবে
কাজের মাঝে সুখ অার দুঃখের ব্যবধান যাই ভুলে।

তখন বাস্তবতায় মিশে একসময়ের জুরুরি রহস্য নিষ্প্রয়োজন হয়ে যায়
যখন সূর্য পৌছে যায় তার সর্বোচ্চ  উচ্চতায়।

অার তখনই সে রহস্য অামাদের সামনে উন্মেচিত হতে থাকে,
যখন রহস্য জীবনের কাছে অর্থহীনতার মানে।

অামারা মানুষ ভাবি এটা অলৌকিক ঘটনার প্রতিফলন
যখন জীবনে রক্তের বন্ধন লৌকিকতায় অাস্ফালন।

যখন সে রহস্য নিন্তান্ত বর্নহীন হয়ে অামাদের কাছে দেয় ধরা,
তখন নিজের স্বার্থে সেই রহস্য কে লুকিয়ে ফেলি, সাঙ্গ করে সাঁড়া।

ঠিক যেমন নিশাচরেরা সত্য অালোয় অাপনাকে লুকিয়ে রাখে,
অার অাধার অাসতেই হিংস্রতায় ধেয়ে অাসে।

ঠিক যেমন লজ্জাবতী লতা নীরবতায়  উদ্বাসিত হয়,
অার কোলাহল কম্পনে ছুয়ে দিলে অাপনাকে হারায়।

ঠিক যেমন পুষ্প কানন অাধারে নিজেকে গুটিয়ে নেয়,
অাবার সকালে সে  সবার মাঝে সুবাস নিয়ে প্রস্ফুটিত হয়।

ঠিক যেমন রাতের অাকাশে তাঁরারা পিছু ছোটে,
অাবার দিবাকরের যাতনায় হারিয়ে যায় মহাকাশে।

অার তখনি ছায়াগুলো অামদের  পিছু ছেড়ে দেয়,
যখন জীবন তার জীবনের অর্থ খুজে পায়।

অার রহস্যকে অামারা তখনি অনুধাবন করতে পারি,
যখনি জীবন ভরহীন, দেহবিহীন, সংগাহীনতায় রূপে রহস্যে দেয় পাড়ি।

বাধাহীন অনন্ত জীবন অার নতুন একটি পৃথিবীর অাবাস,
যখন দূর হয়ে যায় ব্যথা, বিরহ ও  সব অন্ধকারের বিষাদ।

তখন তপ্তহীন সূর্য তাঁহার অালো নিয়ে অামাদের হাতে দেয় ধরা
হে পথিক, এটাই সময় সব দ্বিধা দ্বন্দ দূর করার, সবকিছু নতুনরূপে অারম্ভ করা।


কোন মন্তব্য নেই:

রঙ্গকাল

অামি মহাকাল

অামি অাকাশ অামি পাতাল অামি সুউচ্চ অামি পতিত। অামি নম্র অামি লৌহ অামি হার অামি বিজিত। অামি হাস্য অামি অশ্রু অামি মিলন অামি বিরহ। অাম...