মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০১৬

অখ্যাত যুবকের ভালবাসা

অখ্যাত প্রাগঐতিহাসিক যুগে এক নদীর বির্সজনে বিবাদ,
নব্য চর নব্য জঞ্জাল নব্য গ্রামে ক্ষ্যাতের অাবাদ।

তখন থেকে অদ্যবধি বদলেছে সবকিছু, পরিবর্তন মনুষ্য প্রজন্মে,

দিকবিদিক ছরিয়ে তারা অাজ বিশ্বময়, ভালবাসার জয়ে।

এক অখ্যাত যুবক পারি দেয় ইমারতের শহরে,
তার সপ্ন চিন্তা বাস্তবে রূপ দেবার প্রয়াসে।

প্রতিকী যুবক কঠিন ইমারতের মাঝে ভালবাসা খোজার চেষ্টা,
দিনন্ত ইট ভাংগে, তৈরি করে মাটির ঘর ও শীতল পাটির বিছানা।

সে পায় এক নারী, জয় করে তার মনটি,
ভালবাসা সত্যি হয়, 
তাকে ঘিরে সকল সপ্ন জাল বুনে দিন বয়ে যায়।

সে প্রিয়তমাকে  দিয়েছে তার সবচেয়ে সুন্দর মনটি,
প্রেম হয়েছে বায়ুর মতো  উন্মুক্ত, অার ভালবাসা জলন্ত অগ্নিগীরি।

হৃদয় নিংড়ে সব ভালবাসা তাকে দিয়েছে
তার সকল প্রার্থনা তার নামে উৎর্সগ করেছে।

লক্ষ কোটি ইর্ষাকারীর অাত্মায় অাগুন জ্বালিয়ে তাকে চেয়েছে
সবাইকে ইশ্বার্নিত করে শুধামাত্র তাকেই পথিক ভালবেসেছে।

এক সময়ে প্রিয়তমা তাকে বাঁচার সপ্নে বিভোর রেখেছে,
মাথায় হাত , চোখে চোখ  অার হৃদয় হৃদয় রেখে ভালবাসার প্রতিজ্ঞা করেছে। 

অথচ সরল হৃদয় বোঝেনি সে ধোকা খেয়েছ,
প্রিয়তমা তার নয় সে মোটেও, ধিক্কারে মুখ ফিরিয়ে নিয়েছে।

দিন যখন পরন্তে, সূর্য যখন হেলে পরেছে পশ্চিম দিগন্তে,
প্রিয়তমা চিনিয়েছ তার অাসল রূপ, ভালবাসার মানে।

এই ক্ষ্যাত গেয়ো ছোকরা অার ভালবাসা কি বোঝে?
এদের ভালবাসা বলতে বুনো জন্তুর কাম ছাড়া অার কিছু অাছে?

ভালবাসা অাছে মানলাম,  সে তো রিক্সাওয়ালার ও থাকে, তাই কি ভালবাসা?
কি সম্পদ অাছে তোমার, কি বা যৌগ্যতা তোমার ভালবাসার?

এরা কি সভ্য অামাদের মতো, পাড়াগাঁয়ের কি সভ্য মানুষ থাকে?
উচু ইমারত অার উচু মানুষের ভালবাসার সাথে কি ওর তুলনা চলে?

হে গেয়ো মানুষ, নিজের অবস্থান জানো

হে অসভ্য ক্ষ্যাত, অাগে নিজের গায়ের গন্ধ দূর করো।

গেয়ো মানুষ! অসমতায় ভালবাসা হয় না,
তোমার অনুভূতিকে ভালবাসা ও বলে না।

অপরিপক্ষ চিন্তা অার দূর্লভ সপ্নের প্রতিফলন মাত্র।

কোন মন্তব্য নেই:

রঙ্গকাল

অামি মহাকাল

অামি অাকাশ অামি পাতাল অামি সুউচ্চ অামি পতিত। অামি নম্র অামি লৌহ অামি হার অামি বিজিত। অামি হাস্য অামি অশ্রু অামি মিলন অামি বিরহ। অাম...