শুক্রবার, ২১ অক্টোবর, ২০১৬

আহবান

ভালবাসার পবন অামায় বলে কানে কানে,
প্রিয়তমা বধূ অামার অাসবে অারো কাছে।

হৃদয়ের নীলাকাশে সপ্ন পাখি উরে
প্রিয়তমার সুবাস অামার লাগলো প্রাণেতে।
সেই অাকাশে সাজিয়েছি মূয়ুরী বাসর,
প্রিয়তমা অাসবে কাছে , করবে অামায় অাদর।


পূর্নীমার সবটুকু অালো তোমার সাদা মুখের দ্যুতি,
সাক্ষী সকল চাঁদ তাঁরা তুমি অামার সাথী।
ঐ রূপের কসম প্রিয় ভালবাসি তোমায়,
তুমি বিনে কেমনে বাঁচি একটাই তো ভয়।

ভালবাসার নদী অামার ভাসাবে অাজ ভেলায়,
প্রেম সাম্পানে পাড়ি দিবো দূর অজানায়।



দক্ষিণার বাসাতে তোমার নীল অাঁচল উড়ে,
তাই না দেখে বউ কথা কও মিষ্টি সুর তুলে।
প্রভাতের সবটুকু লাল তোমার মুখের হাসি,
তাই না দেখে পুষ্প কানন লাঁজে মরি মরি।

ভালবাসার ফুলগো তুমি অামার কাছে অাসো,
রাখবো তোমায় বুকের ভিতর, বাসবো অারো ভালো।

কোন মন্তব্য নেই:

রঙ্গকাল

অামি মহাকাল

অামি অাকাশ অামি পাতাল অামি সুউচ্চ অামি পতিত। অামি নম্র অামি লৌহ অামি হার অামি বিজিত। অামি হাস্য অামি অশ্রু অামি মিলন অামি বিরহ। অাম...