শুক্রবার, ২১ অক্টোবর, ২০১৬

তুমি মরীচিকা

নীল নভোঃ নিল ছায়া
শান্ত বারি তরঙ্গে।
তব সনে রহিনু পরে
সুনীল অাবেশে।

অদূরে বসন্তের সহস্র ফুলকলি
ফুটেছে বারি তটে।
দক্ষিনা বাসাতে ফুলগুলি
যেন পেখম তুলে নাচে।

মোদের সঙ্গী বলাকা হয়ে
উর্মি নাচিছে রঙ্গে।
পবন প্রেমের শিহরনে
মন উঠেছে ভরে।

নব ঢংয়ে নব ছন্দে
চলেছি খেয়ায় নব তরঙ্গে
আহা কি আনন্দ চাহিতে
তোমায় বিভোর হয়ে।

মোরা এক বন্ধন
এক অাত্মা করে পণ
শিয়রে গেলাম তব কোলে
করে প্রেম সুধা পান।

গভীর সে নিদ্রায় রহিনু পরে
গভীর অচেতনে,
অজানা তৃপ্ত সুখে
সর্গীয় অমীয়ের অাবেশে।

নিদ্রা ঘোর ভঙ্গে হঠাৎ হিমশিহরন
দেখি চক্ষু মেলে,
গভীর অমানিশায় অকূল দরিয়ায়
অামি একা রয়েছি পরে।

অাছে বিরহী খেয়া,
নেই প্রাণপ্রিয় প্রিয়তমা।
মোরে অকূলে ফেলে
সে ভীড়েছে কূলেতে ।

অকূল দরিয়ায় উত্তাল হয়ছে
মহাভীমের ভয়ঙ্কর ভর।
সিডর রক্তচক্ষু অার
অাইলা সুনামির ঝড়।

তরী ডুবেছে অকূল পাথারে
অামার জীবন সাঙ্গ করে।
বিরহী প্রেমিক যাচ্ছি এক সমুদ্র
কষ্ট বুকে নিয়ে।

প্রিয়তমা, তুমি ছিলে এই
চোখের তাঁরা
প্রিয়তমা, তুমি রবে ঐ
চোখের তাঁরা।

তবুও অাফসোছে হাঁসফাঁসে-
এ হৃদয়ে বলে এ কি কথা?

তুমি রং করা পুতুল
বাইরে রূপেরর অাভা।
তোমার মনের মাঝে
ভিষন কালো-
'তুমি মরীচিকা'।

কোন মন্তব্য নেই:

রঙ্গকাল

অামি মহাকাল

অামি অাকাশ অামি পাতাল অামি সুউচ্চ অামি পতিত। অামি নম্র অামি লৌহ অামি হার অামি বিজিত। অামি হাস্য অামি অশ্রু অামি মিলন অামি বিরহ। অাম...