মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০১৬

তুৃমি নেই বলে

তুমি চলে গেছ তাই অামার বসন্ত ও চলে গেছে,
হৃদয়ের জুরে এখন মেঘলা অাকাশ খেলা করে।

তুমি ভুলে গেছ তাই সপ্নগুলো গুমরে মরে,
দৃষ্টিজুরে এখন বিরহী ঝর্না বয়ে চলে।

তুমি ভুলে গেছ তাই স্মৃতিগুলো তোমায় খুজে ফিরে,
সময়বৃত্তের নিষ্ঠুর খেয়ালে নিজকে অবাঞ্চিত করে তোলে।

তুমি নেই বলে মধ্যরাতের তাঁরারা অামাকে ভুলে গেছে,
তুমি বিহীন চারিধারে অমানিশা বসত করে।

তুমি হারিয়েছ বলে সুখ অামায় দিয়েছে অাড়ি,
দুঃখ এসে ভর করছে করে অামায় বন্দী।

তুমি নিখোজ হয়েছ ভালবাসাও হয়েছে নিখোজ,
বাস্তুহারা বেদুইন হয়ে করে যাই তোমার খোজ।

খুজে ফিরে নিরন্তর এই পাগল প্রেমিক যবে প্রাণ বিরজমান।

কোন মন্তব্য নেই:

রঙ্গকাল

অামি মহাকাল

অামি অাকাশ অামি পাতাল অামি সুউচ্চ অামি পতিত। অামি নম্র অামি লৌহ অামি হার অামি বিজিত। অামি হাস্য অামি অশ্রু অামি মিলন অামি বিরহ। অাম...