শুক্রবার, ২১ অক্টোবর, ২০১৬

নিয়তি


তুমি চাঁদের অপেক্ষায় থাকো
তবু চাঁদ হারায় তাঁর অসময়ে।
তুমি দেখ আকাশের নীলছায়া
তবু ফিরে পায় গহীন অমানিশা।

তোমার মন সেই শিশু এখনো
তবু আজ ঔদ্ধত্য বৃদ্ধ চুলগুলো।
তুমি আছো সেই অতীতকে নিয়ে
আর সবাই চলে যায় ভবিষ্যৎতে।

সখি, তুমি হাসো আগের মতই
তবু স্বর হয়ে যায় জড়ানো।
এখন আর ছোয় না কোন স্বপ্ন
যদিও আগের মতই স্বপ্ন বুনো।

তুমি সুখ খোজ মনের মাঝে
মন পরে রয় ঐ কোন সুদূরে।
সুন্দর এক ভবিষ্যৎ তোমার অপেক্ষা
তবু কেন রয়ে যায় পূর্বের সাদামাটা?

তাইতো ভেবে দেখ বন্ধু,
তুমি থাকবে কি অতীতে?
নাকি যাবে নিয়তির সাথে-
'অন্তিম ছায়াবিথীতে'!

কোন মন্তব্য নেই:

রঙ্গকাল

অামি মহাকাল

অামি অাকাশ অামি পাতাল অামি সুউচ্চ অামি পতিত। অামি নম্র অামি লৌহ অামি হার অামি বিজিত। অামি হাস্য অামি অশ্রু অামি মিলন অামি বিরহ। অাম...