বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০১৬

নিজেকে খুজে ফেরা

মনুষ্য জীবন বরই অদ্ভুত, নিগূর সংগাহীন তত্ব
রহস্য তখন অন্তঃপুরে, যখন সে খুজে বেড়ায় প্রানান্ত।

যবে নিশ্চিতে বেখায়াল হয় ব্যস্ততার লাগি,
অপ্রত্যাশিত রহস্য অাপনা অাপনি বহিঃপুরে ভাসি।

রাত্রির গভীরতায়  অাপন ছায়াগুলোর পরিধী বাড়ে হৃদয়ে,
সমষ্টি হয় অতীতের কষ্টছায়ায় যোজ্ঞ উৎসব বিরহে।

অন্ধকারের কালো পৃথীবিতে মিলিয়ে যায় অশ্রুসমূহ,
অাপনজনাদের বিচ্ছেদ স্মৃতিচারণে অার্তনাদ মস্তিষ্ক।

শত সুখস্মৃতির মৃত্যু হয়  একটি কষ্টের অাবহে,
নির্ঘুম রাতে নিস্তব্ধতার বিনাস হয় ক্রন্ধন স্বরে।

রাত্রির পরিপঙ্খতায় সূর্য অালো ছরায় ভোরে ,
ছায়াগুলো অাবার হৃদয়ে ঘুমায়, অালোকের অন্তঃপুরে।

মধ্যগগনে সূর্যের অালোয় বিশ্বময় অালোকিত,
ব্যস্ততায় মনের নিশব্দতা ভাঙ্গে দ্বিধাময়তার পরাভূত।

হে অন্ধকারের সহযাত্রী, হে এক পর্বত কষ্ট বয়ে বেড়ানো হৃদয়
হে প্রথিক তুমি অদ্যবধি অচেনা,
 অার একবার ভাল করে চিনে নাও নিজেকে
বেছে নাও অাপন ঠিকানা।

এই ঝলমলে মধ্য গগনের দিবাকরে যা কিছু দেখছ, 
এগুলো তুমি, তোমার সত্যি অাজ সম্মুখে ভুমিষ্ঠ।

এখন সময় কালো ছায়াকে ঝলসে দেওয়ার,
দ্বিধাকে ঝেড়ে ফেলে অামাকে নুতন করে খুজে পাওয়ার।

কোন মন্তব্য নেই:

রঙ্গকাল

অামি মহাকাল

অামি অাকাশ অামি পাতাল অামি সুউচ্চ অামি পতিত। অামি নম্র অামি লৌহ অামি হার অামি বিজিত। অামি হাস্য অামি অশ্রু অামি মিলন অামি বিরহ। অাম...