শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০১৬

অামার বাংলা

ওহে বাংলা তুমি মাতৃজঠরে স্নেহরূপী লালন
বাংলা তুমি ধমকি কণ্ঠে বাবার মায়ার শাসন।
ওহে বাংলা তুমি বোনের নিষ্পাপ হাসির ঝরনা
বাংলা তুমি ভাইয়ের বুকের অঝোর ভালবাসা।

ওহে বাংলা তুমি দাদী নানীর মজার মজার কিচ্ছা
বাংলা তুমি দাদা নানার সুহাস্যমুখের জ্ঞানদিক্ষা।
ওহে বাংলা তুমি চাচা মামাদের পোলাও কোরমার ঘ্রাণ
বাংলা তুমি খালা ফুফুদের পায়েশ পিঠার প্রাণ।

ওহে বাংলা তুমি ছেলেবেলার জামাই বউ সাজা
বাংলা তুমি শৈশবের চুড়ুইভাতি অার খুটিমুচির মায়া।
ওহে বাংলা তুমি কিশোরীর এক্কাদোক্কা অার বউ ছি খেলা,
বাংলা তুমি দুরন্ত বালকের ডাংগুলি ও হা ডু ডু-তে মাতা।

ওহে বাংলা তুমি শিক্ষকের মানুষ গড়ার প্রচেষ্টা
বাংলা তুমি জ্ঞান বিজ্ঞানে উন্নয়নের প্রতিজ্ঞা।
ওহে বাংলা তুমি হাড়ভাঙ্গা কৃষকের অারধ্য ধানের ডগা
বাংলা তুমি শ্রমিক মজুরের রক্তভেজা ঘামের বন্যা।

ওহে বাংলা তুমি অামার কিশোরী মেয়ের হাসি
বাংলা তুমি অামার যুবতি নববধূর লাজুক চাহনী।
ওহে বাংলা তুমি অামার জীবনের অসীম জয়গান
বাংলা তুমি অামার প্রিয়তমার ভালবাসা বুকের অাসন।

ওহে বাংলা তুমি অামার জ্বালাময়ী মুক্তিকামী  ভাষণ
বাংলা তুমি অামার কবি, শিল্পী, লেখকের সৃষ্টিশীল প্রাণ।
ওহে বাংলা তুমি অামার প্রিয় নেতার নির্ভীক রাজনীতি
বাংলা তুমি অামার নব দিগন্তে নবচেতনার দূতি।

ওহে বাংলা তুমি অামার চীরসবুজের যৌবনের রং
বাংলা তুমি অামার লাল পাহাড়ীর পরিশ্রবণের ঢং।
ওহে বাংলা তুমি অামার একরাশ নীল সুমুদ্রের ঝড়,
বাংলা তুমি অামার বহমান নদীর বুকচেরা কাদম্বরী স্বর।

ওহে বাংলা তুমি অামার প্রভাত রাঙ্গা রক্তিম সূর্য
বাংলা তুমি অামার শরৎ এ একফালি সর্গীয় চন্দ্র।
ওহে বাংলা তুমি অামার তপ্ত দুপুরের মায়াময় রোদ্দুর
বাংলা তুমি অামার মন জুরানো অপরাহ্নের প্রিয় সুর।

ওহে বাংলা তুমি অামার নরম কাশ ফুলের ছোয়া
বাংলা তুমি অামার একরাশ লাল কৃষ্ণচূড়ার  মায়া।
ওহে বাংলা তুমি অামার রক্ত জবার অবাধ ছন্দ
বাংলা তুমি অামার মুয়ূীর পেখমের অপলক নৃত্য।

ওহে বাংলা তুমি অামার সুন্দরবনে হিংস্র বাঘের গর্জন
বাংলা তুমি অামার ভোরের অালোয় পাখপাখালীর গুঞ্জন।
ওহে বাংলা তুমি অামার পথে ঘাটে বক শালিকের বাসা,
বাংলা তুমি অামার হরিণ, বানর অার প্রজাপতীর অরণ্যে ঠাসা।

ওহে বাংলা তুমি অামার পহেলা বৈশাখী বাংলা প্রাণের মেলা
বাংলা তুমি অামার শিতল দেহে অাম কাঠালের ছায়া।
ওহে বাংলা তুমি অামার ভাষা একুশের রহিম সালামের মেলা
বাংলা তুমি অামার দামাল ছেলের নির্ভীক অপরেজয় সেনা।

ওহে বাংলা তুমি অামার সুমধুর কোকিলের ডাক
বাংলা তুমি অামার মেঠো পথে দূ্র্বা ঘাসের বাঁক।
ওহে বাংলা তুমি অামার মাছে ভাতের বাঙ্গালী
বাংলা তুমি অামার খেজুরের রস অার পাটালীর ঝুড়ি।

ওহে বাংলা তুমি অামার বন্ধূর দলে দুরন্ত ছুটে চলা
বাংলা তুমি অামার কফি হাউজে ঝড় তোলা অাড্ডা।
ওহে বাংলা তুমি অামার নাঙ্গা দেহে প্রাণের ভাষা
অামি বাংলার বাংলা অামার এক সুঁতোতে গাথা।

ওহে বাংলা তুমি অামার বোনহারা ভাইয়ের বুকফাটা কান্না
বাংলা তুমি অামার ছেলেহারা মায়ের অামারন অপেক্ষা।
ওহে বাংলা তুমি অামার নববধুর সফেদ বিধবার চাদর
বাংলা তুমি অামার বিরহী প্রেমিকের নিষ্পলক অশ্রুবাসর।

ওহে বাংলা তুমি অামার দুঃখী বোনের নিরন্তর অাহাজারী
বাংলা তুমি অামার অস্থির বাবার হাহাকারের পায়চারী।
ওহে বাংলা তুমি অামার অসহায় মানুষের নিরব ক্রন্দন
বাংলা তুমি অামার মজলুম জনতার শহীদ প্রাণের স্পন্দন।

ওহে বাংলা তুমি অামার বিরাঙ্গনা মায়ের বুকফাটা কান্না
বাংলা তুমি অামার লুণ্ঠিত বোনের নিগৃহীত কুমারী অাত্মা।
ওহে বাংলা তুমি অামার লাখো শহীদের রক্তের অালপনা
বাংলা তুমি অামার এক সাগর রক্তের লাল সবুজের পতাকা।

ওহে বাংলা তুমি অামার স্বাধীনতার রবের বানী
বাংলা তুমি অামার মুক্তিযুদ্ধে অকুণ্ঠ জয়ের ধ্বনি।
ওহে বাংলা তুমি অামার রক্তাক্ত বিজয়ী মহাবীর
বাংলা তুমি অামার চীর গর্বিত অহংকারী উচ্চশির।

ওহে বাংলা তুমি অামার সবুজ ঘাসে সদ্য শিশুর বিচরন
বাংলা তুমি অামার প্রভাত ফেরীর শ্রুভ্র সপ্নের অাগমন
ওহে বাংলা তুমি অামার চীর উন্নয়ন, অঙ্গিকারের ধারা বয়
বাংলা তুমি অামার বিষ্ময়, বিশ্বময় অবাক বিস্ময়ে তাকিয়ে  রয়!!

কোন মন্তব্য নেই:

রঙ্গকাল

অামি মহাকাল

অামি অাকাশ অামি পাতাল অামি সুউচ্চ অামি পতিত। অামি নম্র অামি লৌহ অামি হার অামি বিজিত। অামি হাস্য অামি অশ্রু অামি মিলন অামি বিরহ। অাম...