মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০১৬

প্রিয়তমা

হে প্রিয়তমা,
অামার একনিষ্ঠ ভালবাসা অার প্রাণহীন হৃদয়ে তোমার প্রতীক্ষা
মহাকালের বুক চিরে সাড়া বোঝা মাথায় নিয়ে অাগমনী অপেক্ষা।

প্রিয়তমা তুমি অাসছো-

ঐতো ধূলোয় লুটাচ্ছে তোমার পদ্মকমলের রিনিঝিনি কঙ্কণ!
গোলাপী ওষ্ঠদ্বয়ের কোণে মহাকাব্যিক হাসিতে ঝংকার তুলতে তুলতে
ছুটে অাসছো বিস্তৃত ভ্রমর কালো কেশবীথি বাতাসে মেলে।
ধবধবে ফর্সা মুখে একরাশ মুগ্ধতা ছড়িয়ে তুমি ছুটে অাসছো!
পাখির নীড়ের মতো স্নিগ্ধ অাধারী চোখের দূতি ছড়াতে ছড়াতে
বাহুদ্বয় বলাকার মতো পাখনা মেলে ঐ অসীম অাকাশ পাড়ি দিয়ে।

প্রেয়সী প্রিয়তমা!
সৃষ্টিকারী তোমায় রূপের অাড়ালে করেছেন অপরূপা।
কেন শুনতে পাওনা?  অামার যে ডাকতে ভাল লাগে!
ক্ষণে ক্ষণে নাড়া দিয়ে যাও কেন? কেন ছুয়ে যাও বারবার?
যখন নাড়া দিয়েই যাও, তখন সাড়া না হয় দিয়েই গেলে অাবার!

প্রিয় অারাধনা
অামার চেতনার রঙ্গপ্রিয় তুমি, অামার অারধ্য লজ্জা লাল
বুঝেছি এতোদিনে!  অামি তোমার অামার পরম মিলনের রক্তজল!
অামি দেখতে চাই তোমায় ঐ হাসির মাঝে অপরূপাকে
যে হাসিতে মেঘ কেটে রোদে ঝলমল করে দেয় অাকাশটাকে।
অামি দেখতে চাই তোমার ঐ চোখের কোণের জলকণা
যে শ্রাবণ ধারায় মনের ময়লা ধুয়ে পবিত্র করে দেয়  চেতনা।

প্রাণের প্রিয়া-
একদিন তোমার জন্য প্রাণ দিবো প্রিয়তমা
এই কথা কত্তবার মনে মনে ভাবি!
ভালবাসার  অাখি এতো দিন কোথায় ছিলে?
যেও না হাত খানি হতে খসে
ভুলোনা অামায় রিক্ত করে!
প্রিয়তমা ভালবাসি তোমাকে!

কোন মন্তব্য নেই:

রঙ্গকাল

অামি মহাকাল

অামি অাকাশ অামি পাতাল অামি সুউচ্চ অামি পতিত। অামি নম্র অামি লৌহ অামি হার অামি বিজিত। অামি হাস্য অামি অশ্রু অামি মিলন অামি বিরহ। অাম...