সোমবার, ২৬ ডিসেম্বর, ২০১৬

প্রত্যাশা

তবে ফিরে অাসুক সে প্রিতমার বাহুডোরে,
যেথায় সুখগুলো ঐ পরানে খেলা করে।
তবে ফিরে যাক কষ্টের যন্ত্রাণময় একাকীত্বের
বিরহের বিলীন হোক তবে পুনঃমিলনের!

তবে ফিরে যাক মিথ্যেরা সত্য হয়ে,
পোড়া হৃদয় নহে অনুতাপে,
ইস্ক প্রোজ্জ্বলে হোক অাহবান
ফিরে অাসুক সুখ গুলো সেই অতীতের নীড়ে!

পোড়া হৃদয়ের ক্ষত যাক মুছে,
ভালসার সখা বলুক তবে-
ভালবাসি অামার প্রিয়তমা বধূ
যাবোনা কোনদিন তোমাকে ছেড়ে!


তবে ছলছল হোক না সে অাখিদ্বয় অাবার
তবে হোক না অবগাহন কষ্টের অার একবার।
তবে ডুকরে উঠুক পুনরায় সেই স্মৃতির পাঁতা
তবু বলবো, এ দুঃখ শেষ হোক, মুক্তিপাক সুখগুলো।

শুরুহোক তবে নতুন দিগন্তে-
নতুন পথ পারাবার!

তবে অাজি পাড়ি দেওয়া হোক সাহারা প্রান্তর,
যেথায় সপ্ন নামের মরিচিকারা হয় ধুসর।
তাদের বাস্তবতায় অানতেই হোকনা এ যাত্রা!
তবু বলবো হে যাযাবর, ফিরে এসো সেথায়, 
যেথায় অপেক্ষামান তোমার ভালবাসা।

তবু বলবো ভালবাসা,
সে তো "ভালবাসা"!
মান অভমানের ছেদ হোক,
বহমান হোক ছন্দের সেই নিংড়ানো ভালোবাসায়।

সুখে সমাপ্তি শেষ বেলার!

কোন মন্তব্য নেই:

রঙ্গকাল

অামি মহাকাল

অামি অাকাশ অামি পাতাল অামি সুউচ্চ অামি পতিত। অামি নম্র অামি লৌহ অামি হার অামি বিজিত। অামি হাস্য অামি অশ্রু অামি মিলন অামি বিরহ। অাম...