শুক্রবার, ২ ডিসেম্বর, ২০১৬

রহস্যময়ী অনন্যা

অাহা কি রহস্য, অাহা কি মায়াজাল, কি জাদুময়ী তোমার রূপ
ঐ রহস্যময়ী রূপে খেয়ালে প্রেমিকুলের শ্বাশ্বত ভুল।
বাহারি সাজে উর্বশির দেহে বয় যৌবনের খেল
সুবাসিত অঙ্গেের ঘ্রাণে প্রেমিক হৃদয়ে মাতালী উদ্বেল।

কঁচি ডগার লতানো ঢং-য়ে যুবকের সপ্ন নির্ঘুম রয়
কুমারী যুবতীর যৌবনের বাঁকে প্রেমিককুল খেই হারায়।
তবু কন্যার নাই সুখ, সত্য প্রেমির ব্যাকুলতা কোন প্রেমিকের মনে পড়ে?
কুমারীব্রতে উপোস ভঙ্গে  এক ফোটা জলের লাগি গুমরে মরে।

তিলোত্তমার ভুবনময়ী অধর হাস্যে উর্মির দোল
রক্ত গোলাপ ওষ্ঠে প্রেমিক দল হলো পাগল।
পুষ্প কন্টকের বিষে ওষ্ঠের নিরব কম্পন কি প্রেমিকুলের চোখে ভাসে?
সখির ঠোটের কোণে কষ্ট কাঁদে বিরহী প্রেমের অাঁশে।

প্রিয় মোহিনীর মায়াবী লোচঁনে উপমায় কত প্রেমিক উপচে পড়ে।
গদ্যে পদ্যে ছন্দে গানে মন জয়ের কসরত করে।
নেশাপ্রবণ চাহনির 'রূপক' এ সপ্ন ভঙ্গের হাহাকার কোন প্রেমিকের হৃদয়ে জাগে?
সপ্নদৃষ্টির অসীম শূন্যতায় সখি অাহা ্কাঁরে যেন খুজে ফিরে!

প্রিয় সখির সুমিষ্ট বচনে কত শত যুবক প্রেমে পরে,
অাহা মরি মরি কোকিলা সুরে প্রেমিকের মূর্ছনা বয়ে চলে।
সপ্রসন্ন বাজ্ঞিতায় বিরহের কাঁন্না কয়জনের মনে ধরে?
কেহ বুঝেনা তাঁর মনের কথা, অাহা কাঁরে যেন  খুজে ফিরে!

প্রিয়ন্তীর সুখের অাকুতিতে ছোট্ট ছোট্ট ছলনা
কি তাঁর অমিয় বচন সুধা, কি তাঁর হাস্য মায়া!
ঐ নির্বোধ লাজুকতায় অমিত রহস্য খেলা করে
একমুঠো দিব্য প্রেম খুঁজে শত প্রেমিকের ভিড়ে।

জ্ঞানের অসীম পরিধীকে সিন্ধূকে রেখে রয় অঙ্গান সেঁজে
মনুষ্য বন্ধনের অাড়ালে অাত্মগোপন, একলা বসে কাঁদে।
 কান্নায় তাঁর দুঃখের অবিনাশ, কষ্ট অারো বাড়ে,
কেউ চিনলো না তারে, অামি চিনি তারে! অামি জেনেছি তোমাকে!

এই যেমন বার্তালীপিতে মিথ্যে প্রশ্নবোধকের বাহানা
প্রেমিক মন দুরুদুরু কাঁপে ঐ চকিতের সাংকেতিক হানা।
কি লিখেছে প্রিয়তমায় জানিতে অাকুল প্রার্থনা,
না জানি কত কথা তার মধ্যে লুকায়িত অাছে জমা!

সখীর ছলনায় ভাষায় গলদ, বার্তা হয় অারম্ভ গল্পের সুত্রপাত
এই গল্পে সেই গল্পে ট্রেন ছুটে যায় পাগল প্রেমিকের প্রলাপ।
কি ছিল তাতে, কি লিখে তুমি মোরে করেছ স্বরণ?
সখীর পায়ে পরি মরি জানতে হাজার মিনতির ভান।

প্রিয়দর্শিনীর হঠাৎ জুরুরী কাজে অতি ব্যস্ততার বাহানা
যেতে যেতে তোমার না যাওয়া অতঃপর অামাকে পাওয়া।
প্রিয় অারাধনা!  প্রতিনিয়ত এক গাদা প্রশ্নশূচক বার্তা চাই।
কপট ব্যস্ততায়ও এক দাবী, চাই চাই চাই, ভালবাসা চাই।

প্রিয় বিদূষী!
তোমার সবকিছুতে না বোঝার নির্ভেজাল ভান
অজ্ঞানের অন্তরালে বহিঃপ্রকাশ যবে অসীম জ্ঞান।
অাপনাকে বোকা করে জগৎকে করেছ ধন্যা
প্রিয়তমা! তুমি মহান, তুমি তোমার মহিমা, তুমি অনন্যা।

কোন মন্তব্য নেই:

রঙ্গকাল

অামি মহাকাল

অামি অাকাশ অামি পাতাল অামি সুউচ্চ অামি পতিত। অামি নম্র অামি লৌহ অামি হার অামি বিজিত। অামি হাস্য অামি অশ্রু অামি মিলন অামি বিরহ। অাম...