রবিবার, ১৮ ডিসেম্বর, ২০১৬

-:অাহা কতোটা ভালবেসেছি!:-

সপ্নের কুঞ্জনে তোমায় পেয়েছি, ভালবাসায় কতোনা চেয়েছি
হৃদয়ের কুঠরে তোমায় রেখেছি, পাশাপাশি হাটাতে কতটা মজেছি।
নয়নের অাখঁরে তোমায় চেয়েছি, অশ্রুজলে না পাওয়া লিখেছি
অধরের হাসিতে তোমায় মেখেছি, ক্রন্দনরোলে দিবস কাটিয়েছি।

অাহা কতোনা তোমায় ভালবেসেছি!


বাহুডোরের বৃত্তে কামনা এঁকেছি, শুন্যহাতের বিষে কতোটা হাতরেছি
নিঃশ্বাসের বায়ুতে তোমায় খুজেছি, দ্বীর্ঘনিঃশ্বাসে ভীড়ে একলা হারিয়েছি।
ভাবনার অাকাশে তোমাতে উড়েছি, নিরবদ্য যাতনায় গুমরে মরেছি
দৃষ্টিতে তোমার মুখটি দেখেছি, শূন্যদৃষ্টির অসীম কোণে কতটা দুঃখ এঁকেছি।

অাহা কতোনা তোমায় ভালবেসেছি!

সুখের নীড়ের তোমায় সঙ্গী করেছি, একলা তক্তপোষে অবিরাম জ্বলেছি 
মিলনের অাশে তোমায় চুম্বন সেটেছি, ওষ্ঠের ব্যাকুলিতায় কাঙ্গালী রেখেছি।
হাতের স্পর্শেন্দ্রিয়ে ঝংকার তুলেছি, রূপের মোহতে অাবিষ্ট থেকেছি
পেলব অঙ্গের দোদুল্যমান করেছি, প্রেম সঞ্চালনে প্রশান্তি এঁকেছি।

অাহা কতোনা তোমায় ভালবেসেছি!

শুভ্র পদতলে মোর জীবন সপেছি, নত মস্তকের নতযানুতে ক্ষমা মাঁঙেছি
অাদরে তোমায় রাঙ্গা বউ ডেঁকেছি, অমীত কল্প্যকষ্টে অঙ্গার হয়েছি।
মায়াময় বদনে খোয়াব দেখেছি, প্রিয়সখার সঙ্গপ্রিয়ে মধূর থেকেছি
নিষ্পাপ কথামালায় ছন্দ মেখেছি, হরিণী চাহনিতে পাগল হয়েছি।

অাহা কতোনা তোমায় ভালবেসেছি!

সোহাগি ছলে ভৎসঁনা করেছি, ভালবাসার দুঃখে মোরা কুলুপ এঁটেছি
না চাওয়াতে কতোটা চেয়েছি, না পাওয়ার ছলনায় সুখী থেকেছি।
বাহানায় কতোটা অভিমান করেছি, দূরপরিগ্রহে বিচরনে কেঁদেছি
সুখের ফেরীতে সাম্পান তুলেছি,  একটুকরো সন্দেহে জলাঞ্জলি দিয়েছি।

অাহা কতোনা তোমায় ভালবেসেছি!

সহাস্য মুখে প্রেমী সেঁজেছি,  অামাদের দন্দের অমিলনে ঘৃণা করেছি
সর্গসুখ তোমাতে খুজেছি, চাহিদার অপ্রাপ্তিতে কলহে মেতেছি।
মাথার দিব্যিতে মোরা সাঁতপাকে সপেছি, অাত্মজীবনে স্বার্থপর থেকেছি
জীবনকে মোরা একসুতোয় গেথেছি, বিশ্বাস ভঙ্গে অাজ অর্বাচীন হয়েছি।

অাহা কতোনা তোমায় ভালবেসেছি!
অাহা কতোটা তোমায় ঘৃণা করেছি!
অাহা কতোটা নামে তোমায় ডেঁকেছি!
অাহা কতোটা নামে তোমায় অভিশাপ দিয়েছি!
অাহা কতোবার তোমায় বউ বলেছি!
অাহা কতোবার তোমায় গালি দিয়েছি!

অাহা কতোটা ভালবেসেছি,  কতোটা ভালবেসেছি, কতোটা ভালবাসেছি!

(রঃ বঃ)

কোন মন্তব্য নেই:

রঙ্গকাল

অামি মহাকাল

অামি অাকাশ অামি পাতাল অামি সুউচ্চ অামি পতিত। অামি নম্র অামি লৌহ অামি হার অামি বিজিত। অামি হাস্য অামি অশ্রু অামি মিলন অামি বিরহ। অাম...