শনিবার, ৩১ ডিসেম্বর, ২০১৬

-: মহাকাল পাঁচালি:-

হে নিরাকার,
তোমার অদৃশ্য হাত গুলো হ্রস্ব
তথাপি তার তীর উড়ে যায় মৃত্যুর সীমা পর্যন্ত।

হে নিরবধি,
তোমার স্বর ক্ষীণ
তথাপী তা ধ্বণিত হয় সপ্তাকাশের শেষতম পর্যন্ত।

হে ভরশূন্য,
তোমার চাপরাশী অস্পর্শী
তথাপী তাতে সৃষ্টি ও নাশ হয় গ্রহ নক্ষত্রের।

হে গন্ধহীন,
তোমার নহরে স্বাদহীন সুধা
তথাপী তাতে আনন্দ ও বিরহের ধারক হয় আত্মা।

হে অন্তঃপুরী,
তোমার বাস অগভীর তলায়
তথাপি তার শিকর ধাবিত হয় পাতালপুরী পর্যন্ত।

হে সহর্ষ,
তোমার হাসি মুহূর্তকাল
তথাপি এটি উড়ে যায় স্বর্গের সমান উচ্চতায়।

হে নিরন্তর,
তুমি স্পর্শ করো না  ছলনা রূপ,
তথাপী তোমার আচরনগুলো সুদীর্ঘ অগ্নি সঞ্চারী।

হে কষ্টলভ্য
তোমার পীড়া নিমেষ
তথাপী তাতে খুলে যায় সপ্ত নরকের প্রতিটি দরজা।

হে ধ্রুব,
তোমার ধারা অপরিবর্তনীয়
তথাপি তোমার গতিতে লন্ডভন্ড হয় আকাশ বাতাস।

হে জীবনাস্রোত,
তোমার প্রবাহ চিরন্তন
তথাপি তোমার গ্রাসে হারিয়ে যায় মায়ার মানব সংসার।

হে যষ্টিধারী,
তোমার আসায় বসতি
তথাপি তোমার  নিষ্ঠুরতায় আরধ্য সপ্নের অপূর্ণতা রয়।

হে অনিশ্চিত,
তুমি বিরহের ধারক
তথাপি তোমার আর্শ্বিবাদে প্রতিটি ভালবাসা বেচেঁ রয়।

হে মৃত্যুপথ,
তুমি সংহার করো প্রাণের
তথাপি তোমার মমতায় নতুন জীবন জন্ম নেয়।

হে আপেক্ষিক,
তুমি চীর যৌবনের আধার।
নশ্বর এ মানব সজ্জলে
চিরবিদায় হে বিদায়ী বর্ষ।
সুহাস্যে করি অভিবাদন
সুস্বাগতম "শুভ নববর্ষ"।

কোন মন্তব্য নেই:

রঙ্গকাল

অামি মহাকাল

অামি অাকাশ অামি পাতাল অামি সুউচ্চ অামি পতিত। অামি নম্র অামি লৌহ অামি হার অামি বিজিত। অামি হাস্য অামি অশ্রু অামি মিলন অামি বিরহ। অাম...