বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০১৬

সামষ্টিক ভবিষ্যৎ

হে সুরভিত অামার প্রিয়তমা রানী
অামাকে দাও তোমার অনুগ্রহ, হে রানী
তুমি অামার স্বর্গদ্বার, স্নিগ্ধতমা।

মনোহারিণী কুমারী রাগীণী তুমি, 
অামার হৃদয়ের লহমায় তোমার সুর বাধা
অানুকূল্যের জন্য নিবেদন করছি অামার ভালবাসা।

এসো অামার রানী, অাসো দূরদর্শীনী, অামি তোমায় ডাকি
হ্যা ঐতো তুমি অাসছো-
অামি শুনতে পাই পুষ্পময় বসন্তের পদ ধ্বণি।

এসো এসো প্রিয়তমা অামার অাবাসে
যেখানে পাবে তুমি ভালবাসার অারধ্য সন্তান
চুক্তিনামার অন্তরূপে পাবে মাতৃত্বলাভের সম্মান।

যেখানে তুমি পাবে অাখাঙ্কা, তোমার সেই অামায়
তোমারি কষ্ট কে সান্তনা দেবার জন্য ঠায় রইবো বিনিদ্র 
যা শুরু হয় অভিমানে অার সমাপ্তি ছিল বিচ্ছেদে তিক্ত।

অাহা কি সর্গ তোমার ঐ পর্বতের উপর বেয়ে
ছন্দে নেচে বেড়ানো অার নিঃশ্বাসে গান করে
উন্মাদনা সৃষ্টিকারী উজার উড়াল পাল তুলে।

কি মধূর এই নহরে নিঃশেষে ডুবে যাওয়া
যখন অাদিম হরিণ ধরা দেয় শিকার রূপে
ওহ্ কি অানন্দ রক্ত অার কাঁচা লাল মাংসে।

কৃষ্ণ কালো ডানা যুক্ত ‘নিশীকাল' তোমার অপেক্ষায়
তিমির লোচনে কামনার জাদু ও গভীর অাহবান প্রিয়তমায়
পড়লো অাদিম তাড়িত বীজ, যখন ঋৃতুচক্রের সঞ্চিতায়। 

অন্দরে ধাবিত হলো প্রেম,  জেগে উঠলো প্রথিত ভালবাসা
স্বর্ণের জঠর হতে উজ্জ্বলতা ছরিয়ে তোমাতে বিন্দুস্থের ব্যপনতায়
অামাদের নির্যাসের পরিণয়, অবশেষে অাত্মত্যাগে জন্মের প্রতিক্ষায়।
অামাদের সামষ্টিক ভবিষ্যৎ!

কোন মন্তব্য নেই:

রঙ্গকাল

অামি মহাকাল

অামি অাকাশ অামি পাতাল অামি সুউচ্চ অামি পতিত। অামি নম্র অামি লৌহ অামি হার অামি বিজিত। অামি হাস্য অামি অশ্রু অামি মিলন অামি বিরহ। অাম...