সোমবার, ২৬ ডিসেম্বর, ২০১৬

কাহিনী ও বাস্তবতার অতৃপ্তি

অামি ছিলাম তোমার বাস্তবতা যা পরিণত হলো কাহিনীতে
অার অদৃশ্যমান অলীক কাহিনী বাস্তবতায় এলো ফিরে।
প্রিয়তমা তুমি পুঁজিবাদীর প্রতীক অার অামি নিতান্তই প্রেমে
অামার চিরন্তন স্পর্শে কখনো অানন্দ পাওনি পার্থিব লোভের মোহে।


যেমন ধার্মিক পায়না ভক্তি বিবর্তনের বিভেদে
নদী পাায়না দুরন্ত যৌবনা স্রোত বাধের দেয়ালে।
প্রকৃতি পায়না কুমারী সুখ কল্লোলরাজীর উচ্ছেদে
ভাবনা পায়না কল্পনারস যন্ত্রকলার কারনে।


তুমি হারালে অসীম দূরত্বে যদিও চাইলেই পারতে অাসতে
যদি একবার চাইতে ধন্য হতাম ভালবাসার মায়ায় বাধতে।
তবুও তুমি এলে না নারী, এ জন্মের পূর্নতা শেষ হলো অপূর্নতায়
সবার মত তুমিও চাওনি থাকতে সত্যিকারে অামার বাসনায়।


প্রার্থনা, তুমি অাবার না হও 'বেদনা' অামার স্মৃতিমায়ার জালে
অামি বেঁচে ছিলাম, ঠিকই বেঁচে থাকবো তোমার মনের মাঝে।
নশ্বর দেহ মারলেই কিই বা ক্ষতি, অাসলে প্রেম কি মরে?
প্রেমময় রঙ্গে সেই হয় জয়ী যে অবলীলায় উৎসর্গ করে।


কান পেতে শোনো তোমার মনের বেহালায় কি সুর বয়?
এই প্রেমের মৃত্যুতে কোন অপরাজিত কণ্ঠস্বর ধ্বনিত হয়?
তোমার চোখের দৃষ্টির অগোচরে দেখো কেন অশ্রুগঙ্গা বয়?
অামার বিসর্জনের মাঝে তবে কিসের বিজয়ী উল্লাস জারী রয়?


প্রস্তুুত থেকো প্রিয়তম-
প্রতিক্ষণে অদৃশ্যতলে বারবার অাসবো তোমার সামনে।
ভালবাসার শপথ সখা-
নিরন্তর ঐ অবচেতন মনে ঠিকই হাহাকারে উঠবো জেগে।


অাবার তুমিই বাস্তবতার অতৃপ্তিতে কাহিনীকে খুজে ফিরবে।
তখন অার ফিরে পাবে না সেই তোমার অামাকে, জন্মান্তরে!

কোন মন্তব্য নেই:

রঙ্গকাল

অামি মহাকাল

অামি অাকাশ অামি পাতাল অামি সুউচ্চ অামি পতিত। অামি নম্র অামি লৌহ অামি হার অামি বিজিত। অামি হাস্য অামি অশ্রু অামি মিলন অামি বিরহ। অাম...