শনিবার, ১৭ ডিসেম্বর, ২০১৬

কৃতজ্ঞচিত্ত মিনতিমালা

অমানিশার নিকরে প্রোজ্জ্বলিত ইস্ক তুমি দিয়েছ
বিশাল হিমাদ্রীর অসীম ভালবাসায় ধন্য করেছ।
সীমাহীন মহাশূন্যে সীমারেখায় সপ্তমস্বর একেঁছ
হৃদয়ের কষ্টকে মুছে সুখের বসতি স্থাপন করেছ।

হে প্রিয়তমা!
তুমি অামায় বিনিদ্র করেছ এই অনন্ত রজনীতে!

হে প্রিয়তমা!
মুধূচন্দ্রীমায় মিলনের অাকুলতায় অাচ্ছন্ন করেছ!

তোমার পাগল করা প্রেমে অাজ অামি ধন্য।
বলতো, কি করে তোমায় করি ধন্য? অামিতো নিঃস্ব!
তাইতো অামার জীবন তোমার পায়ে সপিলাম প্রিয়।

অামার সকল ইবাদত, ভালবাসা তোমার নামে-
হে প্রিয়তমা! গ্রহণ করো ইচ্ছেকথা, কবুল করো দোয়া।
হে অামার ভালবাসা! হে অামার ভালবাসা!  হে অামার প্রিয়তমা!

কোন মন্তব্য নেই:

রঙ্গকাল

অামি মহাকাল

অামি অাকাশ অামি পাতাল অামি সুউচ্চ অামি পতিত। অামি নম্র অামি লৌহ অামি হার অামি বিজিত। অামি হাস্য অামি অশ্রু অামি মিলন অামি বিরহ। অাম...