সোমবার, ২৬ ডিসেম্বর, ২০১৬

নিঃসঙ্গতা

নিশুতির কালরাত্রী অনিদ্রায় অস্থির অামি
না! চোখে ঘুম নেই, সজাগ ঘুমের ঘোরে থাকি।
অামার শয্যাতলে অসীম শূন্য,
ঐ কন্টকশয্যা অামায় কি দিবে ?
সীমাহীন কল্লোলের ছায়াবিথীতে নিখোজ
অামার বিরচন কিসের তল্লাশে?

অাজ দেহ মনে পচনের দুর্গন্ধও স্বর্গীয় সৌরভ হয় মনে,
যদিও তুমি অার অাসবে না হৃদয়ের উত্তাপ বাড়াতে।
সত্যি জগতসংসার; অামি নির্বোধ, অামি অকাজের
সপ্মে পাওয়া ধন বাস্তবে পাওয়ার শোকে কেউ কাঁদে?

অামি নিঃস্ব, তাই অামার ভালবাসাও নির্মম অালাদা
সমস্ত অনুভূতি, ইচ্ছা অাজ অানন্দের ধূ ধূ  মরিচীকা। 
হ্যা, অাজ অামার পাঁজর রিক্ত, জরা, অামি বিকৃত,
অামি বাস্তুুহারা, তবু এ প্রেম অনন্ত ধ্রুবতারার মত।

অামার তৃষ্ণার্ত চোখে তোমায় দেখে নেই কল্পনায়
তবে অামি বিশ্বাস করি কল্পনাও তো মিথ্যা নয়।
বাস্তবাতার মতোই কল্পনার স্মৃতিটুকু মিলায় মহাকালে
বাস্তবতা কল্পনায় লুটোপুটি খায় এক হয়ে যায় অতীতে।
এই নির্জনতা ভেঙ্গে নাই বা এলে তুমি ক্ষতি কি তাতে,
পুরাঘটনে কল্পনায় ও বাস্তবতার মধ্যে কি বৈসাদৃশ্য অাছে?

তবু সীমাহীন এক অাকাশ সম দূরত্বে তোমার ফিরে অাসার পানে
মহাশূন্যের এক কোণে জ্বলে চলছি একাকী মৌন অবিচল ছায়াহীন প্রেমে।
অাজকের রাতটা বিশাল অাকাশ, তাইতো নক্ষত্র নিঃসঙ্গে
অামার হৃদয় অাকাশে শুধূ তুমি ‘শুকতারা’ টুকু জেগে থাকে।

কোন মন্তব্য নেই:

রঙ্গকাল

অামি মহাকাল

অামি অাকাশ অামি পাতাল অামি সুউচ্চ অামি পতিত। অামি নম্র অামি লৌহ অামি হার অামি বিজিত। অামি হাস্য অামি অশ্রু অামি মিলন অামি বিরহ। অাম...