বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০১৬

তবুতো ভালবাসা

অভিসম্পাত না, নাহি ভর্সনা, অনুযোগ প্রিয়তমায়।
মনমোহিনী! সে তো অামার রানী।

কষ্টের গরল অামি পানে রাজি,
তাহার মিথ্যা বচনেও অামার তুষ্টি।
অাত্মজ অনলে পুড়িতে এ দাস হাজির।

তবু নিরুদ্দেশ নহে, রইবো অামি ছায়া হয়ে
হয়তবা অদৃশ্য পরছায়া।

হোকনা কলঙ্কিত ভালবাসা, মিথ্যা ভালবাসা
তবুতো 'ভালবাসা'।

কোন মন্তব্য নেই:

রঙ্গকাল

অামি মহাকাল

অামি অাকাশ অামি পাতাল অামি সুউচ্চ অামি পতিত। অামি নম্র অামি লৌহ অামি হার অামি বিজিত। অামি হাস্য অামি অশ্রু অামি মিলন অামি বিরহ। অাম...