বুধবার, ৯ নভেম্বর, ২০১৬

নেশাগ্রস্থ সপ্ন

ক্লান্তি শেষে অপরাহ্নে শরীর গুলিয়ে অাসে
লাসকাটা ঘরের মৃতদেহের  মতো ঘুমায় সে।

দিকবিদিক শূণ্য সে অাত্মা অশিরীরী  ধূপছায়ায় বিভ্রান্ত
শীতল  মস্তিস্কে বিভ্রম চেতনায় পাড়ি দেয় নেশাগ্রস্থ সপ্ন।

হয়তবা কোনদিন  অার জেগে না উঠার অাশে
বিস্মৃতিসমূহ বিষম দৈত্যরূপে তাকে তাড়া করে সপ্নে।

সে পাড়ি দেয় অরণ্যরাজিমালা, হিম সাগর প্রান্তর, সীমান্তাকাশ অার নক্ষত্রবিথীকা
তবু মুক্তি মিলে না, অাষ্টেপৃষ্টে অাকড়ে রাখে কুৎসিত অসুর ছায়া।

গুমোট অন্ধকার অার এবরো থেবরো দেহে অষ্টপায়ে ধেয়ে অাসে
ভয়ানক অট্টহাসিতে বিদীর্ন চারপাশ প্রাণীকুল সব গুমরে মরে।

নিষ্ঠুর থাবা ও পিষ্টনে তার অববয় ছারখারের উৎসবে মাতে
উৎকট গন্ধ অার পিচ্ছিল লালায় গ্রাস করে তাকে।

এভাবেই প্রতি নিদ্রায় ঘোরে ভগ্ন হৃদয় একবার করে মরে
মৃত্যু যাতনায় বিচ্ছেদ অঙ্গার বিলোপ একটু একটু করে।

কি করবে সে? জেগে থাকার মরণ যে বড় কষ্ট
তাই সে ঘুমিয়ে কাঁদতে অনেক ভালবাসে।

যতটুকু বা জেগে থাকে মন তবু রয় ঘোরে
হৃদয় দুঃখকে শিকল দিয়ে নকল হাসি হাসে।

নকল হাসিতে ভয়ানক ব্যাথা, কষ্টগুলো ডুকরে কেঁদে উঠে
শূন্যদৃষ্টিতে ভীড়ের মাঝে অাবার খুজে ফিরে তাকে।

অপরকে খুজিতে নিজেকে হারাইয়া চলে সে অচিন পথে
দিকহারা প্রেমিক অাজো নিখোজ  বিষাদসিন্ধূর মাঝে।

কোন মন্তব্য নেই:

রঙ্গকাল

অামি মহাকাল

অামি অাকাশ অামি পাতাল অামি সুউচ্চ অামি পতিত। অামি নম্র অামি লৌহ অামি হার অামি বিজিত। অামি হাস্য অামি অশ্রু অামি মিলন অামি বিরহ। অাম...