মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০১৬

ধিক: অলক্ষ্য!

অলক্ষ্যকে আয়ত্ব করার নিরন্তর চেষ্টায় লক্ষ্যকে ফেলেছি পায়ে, হয়েছি ফেরারী।
ইতমধ্যে ধরিত্রী দশমবারের মতো দিবাকরের পাঁকে আবদ্ধ হয়েছে।
অলক্ষ্যর দাস হয়ে ভুলেিছ আত্মজ্ঞান।
অজ্ঞান আমি, মূর্খ আমি, নির্বোধ আমি;
দিকভ্রান্ত পথিক ও যাযাবর।


খুব ইচ্ছে করে সেই 'ময়না পাখি', 'টিয়া পাখি'র ন্যায় আদরমাখা বুলি গায়ে মাখতে
অথবা 'মাথামোটা', 'বলদ' বলে ভৎসনা শুনতে।
মুক্তি পাবো তো? আমি লক্ষ্যে যেতে চাই।

লক্ষ্য হলো জন্মদাতার অবিরত প্রিয়দর্শনলাভ, সহোদরেরর সাথে খুনসুটি,
অকারনেই বারংবার 'মা' বলে ডাকা!

সময়তো খুবই অল্প; ধিক: অলক্ষ্য!

কোন মন্তব্য নেই:

রঙ্গকাল

অামি মহাকাল

অামি অাকাশ অামি পাতাল অামি সুউচ্চ অামি পতিত। অামি নম্র অামি লৌহ অামি হার অামি বিজিত। অামি হাস্য অামি অশ্রু অামি মিলন অামি বিরহ। অাম...