বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০১৬

অাহা কি ভালবাসি!

রাঙ্গাত বদন কন্যা,
লাল কৃষ্ণচূড়ার লজ্জানত হাঁসিমুখ-
অাহা কি ভালবাসি!

যৌবনারম্ভা কিশোরী বালিকা!
বালিকাসখির নম্রমুখের নথ নাড়া হাসি-
অাহা কি ভালবাসি! 

সুবাসিনী পেলব কচি ডগা,
কুমারীব্রতে নিরন্তর অস্থিরতায় অসুখী-
অাহা কি ভালবাসি!

ডাগর আঁখিতে কৃষ্ণমায়া,
অনুঢ়া প্রিয়ার নেশাপ্রবণ চাহনি-
অাহা কি ভালবাসি!

চিকনা ওষ্ঠধরে মায়াবী অাহ্ববান
ষোড়শী কণ্ঠির সুরের ঝংকার-
অাহা কি ভালবাসি!

বিটপী মালার হাসফাসানি
যুবতীর যৌবনায় বহমান কলকলি-
অাহা কি ভালবাসি!

অাধার কালোর কেশবীথি,
রমনীর দিঘল সর্পী বেনীর বাহারি-
অাহা কি ভালবাসি!

সফেদ হাতের উষ্ণ অাদর,
প্রিয়সখার মোহিনী অালিঙ্গন-
অাহা কি ভালবাসি!

কোন মন্তব্য নেই:

রঙ্গকাল

অামি মহাকাল

অামি অাকাশ অামি পাতাল অামি সুউচ্চ অামি পতিত। অামি নম্র অামি লৌহ অামি হার অামি বিজিত। অামি হাস্য অামি অশ্রু অামি মিলন অামি বিরহ। অাম...