শনিবার, ১৯ নভেম্বর, ২০১৬

ভালবাসি ভালবাসি ভালবাসি

ইন্দ্রপুরী রানী!

ইন্দ্রিয় মায়ায় অাচ্ছন্ন করেছ প্রেমিক হৃদয়,
মর্তের ধরায় তোমার অাগমনে প্রাণকুল অাত্মহারায়।

সর্গলোকে অাবাস তোমার,অারধ্য ইন্দ্র পিরিতি,
মহব্বত জাদু দৃষ্টিতে করেছ অলোকের ব্যপ্তি।


অমরাবতী প্রিয়তমা!

তোমায় ভালবাসতে সহস্র মহাকাল বাচিঁ মরি,
নিরন্তর পুনঃজন্মে ভালবাসার রথ অসীম জারি।

মিষ্টি রূপের মায়ার বাধনে প্রেমিক স্পন্দন হাহাজারি,
দিবাকর- শশাধর সাক্ষী প্রিয়তম, তোমাকে অনেক ভালবাসি।


লাস্যময়ী অপ্সরা!

তব সুবাসে ধরনী পুষ্পকলি অাহা কি লাজে  মরি,
তব রূপেরমোহে সূয়াপর শুক্লপক্ষ চন্দ্রের অাড়ি।

তব বচনে অাহা লাজবাব পাখির স্তব্ধ কলকাকলি,
তব ছন্দে ময়ুরপঙ্খি নৃত্য ভুলিয়া লাজুক লুকোচুরি।


হূর জান্নাতি!

অলোকের প্রেম হয়েছে অমর তব প্রেম সুধায়,
প্রিয়তমায় ভালবেসে জয় হয়েছে প্রেমিক অাত্মায়।

সতন্ত্র প্রেমিক  নিঃস্ব কি দিবে তোমার চরণে,
প্রিয়তম তোমায় ভালবাসি শপথ মম প্রেমে।

হে ইন্দ্রানী!
প্রেমিক হৃদয়ের অাজন্ম প্রতিক্ষা তোমায় ভালবেসে,
সকল ইবাদত তব নামে, অর্ঘমাল্য সপি তোমার চরনে।

তোমায় ভালবেসে পিরিতে মরণ বারং বার মরি,
মরিতে বহুত সুখ প্রেমেতে, ভালবাসি! ভালবাসি!ভালবাসি!

কোন মন্তব্য নেই:

রঙ্গকাল

অামি মহাকাল

অামি অাকাশ অামি পাতাল অামি সুউচ্চ অামি পতিত। অামি নম্র অামি লৌহ অামি হার অামি বিজিত। অামি হাস্য অামি অশ্রু অামি মিলন অামি বিরহ। অাম...