শনিবার, ২৬ নভেম্বর, ২০১৬

তুই কি অামার বন্ধূ হবি?

তুই যদি একবার বলিস অাকাশ ভালবাসি
তোকে নিয়ে দিবো অামি এক নীলাকাশ পাড়ি।

তুই যদি একবার বলিস বাঁচতে ভালবাসি,
তোকে নিয়ে দিবো অামি এক মহাকাল পাড়ি।

তুই যদি একবার বলিস নদী ভালবাসি,
তোর জন্য নিরন্তর অামি বইবো নিরবধি।

তুই যদি একবার বলিস ঝড়না ভালবাসি,
তোর জন্য জলধারা হয়ে তোর পায়ে পড়ি।

তুই যদি একবার বলিস পাহাড় ভালবাসি,
তোর জন্য হিমালয় হয়ে সপ্ন দিবো পাড়ি।

তুই যদি একবার বলিস সমুদ্র ভালবাসি,
তোর জন্য মহাসাগর হয়ে তোর বুকে ভাসি।

তুই যদি একবার বলিস চাঁদমামা ভালবাসি,
তোর জন্য ধরায় বানাবো জোঁসনা মাখা বাড়ি।

তুই যদি একবার বলিস প্রভাত ভালবাসি
তোর জন্য প্রভাকর হয়ে থাকবো অামি ভারী।

তুই যদি একবার বলিস বৃষ্টি ভালবাসি,
তোর জন্য জলকণা হয়ে ভেজাবো তোর শাড়ি।

তুই যদি একবার বলিস গোধূলী ভালবাসি,
তোর জন্য বানাবো অামি লাল পাহাড়ি শাড়ি।

তুই যদি একবার বলিা কাঁশফুল ভালবাসি,
তোর জন্য সারা মাসে শরৎ রবে জারি।

তুই যদি একবার বলিস বর্ষা ভালবাসি,
তোর জানালায় বারিপাত হয়ে শ্রাবণ হয়ে পড়ি।

তুই যদি একবার বলিস শীত ভালবাসি,
তোর কৃষ্ণ চুলে শীতলা বায়ু হয়ে আমি উড়ি।

তুই যদি একবার বলিস গল্প ভালবাসি,
তোর জন্য হয়ে যাবো হাজার গল্পের ঝুড়ি।

তুই যদি একবার বলিস কাব্য ভালবাসি,
তোর জন্য হয়ে যাবো বিশ্বসেরা কবি।

তুই যদি একবার বলিস গান ভালবাসি,
তোর জন্য হয়ে যাবো প্রেমের কন্ঠশিল্পী।

তুই যদি একবার বলিস যুদ্ধ ভালবাসি,
তোর জন্য হাজার যুদ্ধে লড়তে রাজি অাছি।

তুই যদি একবার বলিস বেড়াতে ভালবাসি,
তোকে নিয়ে যাবো অামি সৌরজগত ছাড়ি।

তুই যদি একবার বলিস ঝগড়া ভালবাসি,
তোর সাথে খেলবো অামি অাড়ির লুকোচুরি।

তুই যদি একবার বলিস কার্টুন ভালবাসি,
তোর জন্য কার্টুন হয়ে করবো তোকে খুসি।

তুই যদি একবার বলিস ক্লাউন ভালবাসি,
তোর জন্য জোকার হয়ে দাড়াবো অামি দিব্যি।

তুই যদি একবার বলিস বাঁচাল ভালবাসি,
তোর জন্য বকবকানিতে হবো অামি বাগ্মী।

তুই যদি একবার বলিস সুবাস ভালবাসি,
তোর জন্য ফুল হয়ে তোর উঠোনে অাসি।

তুই যদি বলিস একবার অামি তোর শান
শুধূ তোর জন্য অামি হয়ে যাবো সুপারম্যান।

বালিকা তুই যদি একবার দিস অামায় একটি হাঁসি,
দেখবি তোর পায়ে রাখবো হাজারো নীলকান্তমণি।

বালিকা তুই যদি একবার বলিস তোমাকে ভালবাসি,
তবে মহাবিশ্বের প্রতিটি কোণে লিখে দিব তোকে ভালবাসি।

প্রিয় বালিকা! যদি তুই একবার বলিস ফুসমন্তর,
অামার দূর হয়ে যায় সব শঙ্কা, যাদুটোনা, ভয়-ডর।

বালিকা তুই  লক্ষী বালিকা, তোর দেখানো পথে অামি হাটি,
তুই অামার অালোক অাধার, তুই তে বাঁচি  অাবার তুই তে মরি।

তুই অামার হাজার জনমের এক ভালবাসা, সৈভাগ্যের চাবি
বালিকা! এই বালিকা! সত্যি করে বলতো, তুই কি অামার বন্ধূ হবি?

কোন মন্তব্য নেই:

রঙ্গকাল

অামি মহাকাল

অামি অাকাশ অামি পাতাল অামি সুউচ্চ অামি পতিত। অামি নম্র অামি লৌহ অামি হার অামি বিজিত। অামি হাস্য অামি অশ্রু অামি মিলন অামি বিরহ। অাম...