মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০১৬

মিনতিপূর্ণ অাহহ্বান

অতঃপর প্রিয়জনাতে বিচ্ছেদ!
নিকশ প্রেমান্ধ বিশ্বাসে শোচনীয় পরাজয়ে প্রেমি হৃদয়
অরিন্দমের অযোগ্যতা ও নিশ্চলা অার্তনাদে মস্তিষ্কের ক্ষয়।

অস্থির অববয়ে দূরারোগ্য ব্যাধি, বিচলিত চেতনার প্রতিফলন
ভোতা মগজের অপরিনামদর্শি সিন্ধান্ত, অাত্মপ্রকৃতির নিরব ক্রন্দন।

অতঃপর বিরহে অাত্মবিসর্জন!
ঐ অমানিশার অাধারে অচল দেহে কৃষ্ণাগ্নি শিখার অাভরন
ব্যাথাতুর অাত্মার নিরন্তর প্রজ্বলনে কষ্টসৃষ্টের পুনঃ পুনঃ অবগাহন।

সুখের ধ্বনি ভুলে তবে অাত্মলোকে মম ললাটের বিসর্জন,
পতিত ছিলেম অন্তলোকে, অাপনাকে সঙ্গ ত্যাগে করিতে সমর্পণ।

অতঃপর প্রেম উপবাসে!
অাহা কি ভুলে অাজি পড়ে রই কণ্টক বিস্তৃতির অতলে,
হৃদয় কষ্টের বদহজমে অপূর্ন স্বপ্নাদ্য একাকী গুমড়ে মরে।

নিয়তির বক্ররেখা শ্বাশ্বত মেনে যার পর নাই যাতনায় সুখ খুজে,
নিরাশালোকে ডুবে ছিলেম অাত্মশৃঙ্খখলের অায়নাবন্দী করে।

অতঃপর তুমি এলে!
কষ্টের বিনাশক ও কষ্টিপাথর হয়ে অামায় বাঁচাতে
সোনার কাঠি শিয়রে অার রূপোর কাঠি পদতলে,

অার ফিসফিসিয়ে প্রেম মন্ত্র পাঠে জাগিয়ে তুললে
সকল যন্ত্রণা ছেড়ে অারধ্য  মুক্তি মিলল অবশেষে।

অতঃপর তুমি সত্যি এলে!
এক সমুদ্র উত্তাল নীল কষ্টের মাঝে তুমি হলে কান্ডারী
অবিরাম স্বপ্ন ভঙ্গের মিছিলে তুমি নবদিগন্তের ফেরী।

হাজার অর্বাচিন জীবনের মাঝে তুমি একমাত্র পরিচিতা
নিযুত কোটি মেকীর স্রোতে তুমি, শুধূমাত্র তুমিই অনন্যা।

অতঃপর ভালবাসলে প্রিয় বন্ধু!
প্রিয়তা, তোমাতে মম সজ্জল মিনতিপূর্ণ অাকুল প্রার্থনা,
দাও মোরে এক পৃথিবীরূপ সপ্ন ও প্রাণেতে প্রেরণা।

লও যত ক্লেশিত দুঃস্বপ্ন অার নিদারুণ বিচ্ছেদের ডালি,
বাধো মোরে জীবনান্ত, প্রতিজ্ঞাপূর্ন মন বিনিময়ে একসাথে তবে চলি।

অতঃপর দুপ্রাণে ভালবাসার রথ হলো জারি!

কোন মন্তব্য নেই:

রঙ্গকাল

অামি মহাকাল

অামি অাকাশ অামি পাতাল অামি সুউচ্চ অামি পতিত। অামি নম্র অামি লৌহ অামি হার অামি বিজিত। অামি হাস্য অামি অশ্রু অামি মিলন অামি বিরহ। অাম...