শনিবার, ৮ সেপ্টেম্বর, ২০১৮

ঋতের মূলমন্ত্র

দূর হোক সকল মনের কালো
জিতুক সুপ্ত নবীন স্বপ্নগুলো।
মুছে যাক সকল অশুভ কলঙ্ক
ফিরে অাসুক সকল সুখগুলো।

ব্যাহতি হোক নিষ্ঠুর অন্যায়
জয় হোক শুধূ  সত্য ধারায়।
কাটুক সকল মনের অাধার
নবচেতনে ঐশ্বর্য বাধুক ঘর।

ধূয়ে যাক সব নৈরাশ্য কালি
ছুয়ে যাক মনে অাশার বাতি।
জ্ঞানে হোক পথ অালোকিত
মননে বাজুক ঋতের মূলমন্ত্র। 

বুধবার, ৫ সেপ্টেম্বর, ২০১৮

পাহারায় থেকে

প্রিয় সঙ্গোপনের তিন দোলনে
শাপমোচনের পথে যায় এগিয়ে,
নিঃশব্দ নিশ্বাসের দৈবী ছায়ায়
অলীক হৃদয় ভেসে যায় তীরে।
প্রিয় অন্তঃশিলার সুপ্তি চমকে
অবিমিশ্র চেতনায় পায় ফিরে,
নিশ্চিত অনন্তের ঐশী কুঠরি
খোয়াব গড়ে উষসীর নয়নে।
এঁকে অপরের পাহারায় থেকে.......

সোমবার, ২৭ আগস্ট, ২০১৮

অস্তগামীর রং

গোধূলীর বেলাভূমিতে এসেছি 
তাঁর বুকের হ্রদে ডুবসাতার দিতে
অাধারের একমুটো কালো ছটায়অ
অস্তগামীর রং-এ সে এই বুকে।

সে এসেছিল নিরবতা ভেঙ্গে 
মহাকাল পরে মনোরঙ্গিনী হয়ে
স্তব্ধ হৃদে অবসানের প্রতিক্ষা
এক অপূর্ব কামনার সোভায়।

রক্তমেঘ, সান্ধ্যের অালপনায় 
বালুচরে এঁকেছি তাঁর প্রিয়মুখ,
হৃদয় ছুয়েছি হৃদয় দিয়েছি
কোন গোধূলী সন্ধ্যার তীরে।

শুক্রবার, ৩ আগস্ট, ২০১৮

কালপুরুষ

অাজকের চন্দ্রগ্রহণে অামার শনিগ্রহ
তার নিরব চূর্ণ আলোক কণায়-
মেঘের মহাপ্লাবণ; অঝোর ধারায় ঝরে
বৃষ্টি হয়ে মিশে যায় তোমার অাঙ্গিনায়।

অামি এক পতিত কালপুরুষ
মিশে যাই মহাকাশের মহাকালে।
ফিরে অাসবো বলে-
বৃষ্টিহীন কোন এক চন্দ্রগ্রহণে!

অামি কালপুরুষ-
স্বপ্নের সেই সিঁড়ি ভেঙ্গে
অাবার হবো আলোড়িত
মহাকালের অবাধ স্রোতে।

তোমার দ্রোহের অনলে!

এদেশের বুকে আবার আঠারো নেমে আসে

জুলাই ২৯, ২০১৮ রোববার, দুপুর ১২ঃ৩০।
রাক্ষুসে পঙ্গ পালের রক্তাক্ত  গড্ডলিকায় 
রমিজ উদ্দিনের শিক্ষার্থীর না ফেরার অপেক্ষা!

সাথে সাথে কোটি সন্তান সমস্বরে  বলে-
'মা তুমি আমার জন্য আর অপেক্ষা করো না,
আমি আর ঘরে ফিরবো না’!

পরিবহন খাতের বেপরোয়া দৌরাত্ম্যে 
রাষ্ট্রীয় তথকের যখন নির্লজ্জ অপভ্রষ্ট!
তখন মিম ও  রাজিব পিষানো দেহ আকুতি করে-
‘মা, ওরা বাস আর দেওয়ালটার মাঝখানে 
আমার জন্য জায়গা রাখল না’।

দূর্নীতির ঝান্ডা আর ক্ষমতার বড়াইয়ে 

যেখানে অপশাসনই হয় আইন!
সেই শৃঙ্খল ভেঙ্গে আজ রব ওঠে- 
"যদি তুমি ভয় পাও তবে তুমি শেষ, 
যদি তুমি রুখে দাঁড়াও, তবে তুমি বাংলাদেশ’!

বুর্জোয়াঁ আর পাচাটাদের দাপটে

যেখানে মেকী সোনায় সয়লাব!
সেই মাটিতে আজ কোটি সোনারা গর্জে ওঠে-
‘মুজিব কোটে মুজিবকেই মানায়, চামচাকে না’!

রাজনৈতিক বাগড়ায় সুবিচার সোনার হরিণ
যেখানে নৈমিত্ত হয় অধিকার লঙ্ঘন!

সেই বৃত্তের বাইরে আজ নিষ্পাপ মুখে বুলি- 
 ‘4G স্পিড নেটওয়ার্ক নয়, 
4G স্পিড বিচার ব্যবস্থা চাই’!

হীরক রাজার যন্তর-মন্তর কলের মন্ত্রে 

যে দেশে চলতে হয় বন্ধ চোখে, মেকি হেসে
সেই রাজ্যে আজ নবচেতনায় রব হঠে-
‘আমরা ৯ টাকায় ১ জিবি চাই নানিরাপদ সড়ক চাই’!

ডিজিটাল গোয়েবলসীয়ে ব্যর্থতা ঢাকার অপচেষ্টা

যেমন, বাংলাদেশে মাত্র ৪.২ শতাংশ বেকারত্ব!
র তাতেই নবপ্রজন্ম প্রতিবাদী কণ্ঠস্বর-
‘বি দ্য চেঞ্জমেকার টুডে অর বি দ্য ভিকটিম টুমরো’!

স্বাধীনতার সাতচল্লিশে ট্রাফিকের টুপাইস 

মাদক ও অপরাধের হয় অবাধ বিচরন।
তাই কোমলমতি প্রাণে বাজে অনাদরি বাণী- 
‘ছাত্রদের আপাতত রাস্তা সামলাতে দিন,
মন্ত্রী-পুলিশদের স্কুলে পাঠান শিক্ষিত করতে’!

পুলিশ উৎকোচ ও মেরুকেন্দ্রিক শাসনে 

র সনদবিহীন চাকলে আমলার শোডাউন!
তাই স্কুল পড়ুয়া সন্তানের মুখে একি কথা শুনি !
‘পুলিশ আংকেল, চা-সিগারেটের জন্য টিফিনের টাকা দিয়ে দিচ্ছি। তবু এসব গাড়ি চালাতে দিয়েন না’!

রাজিবের বিচ্ছিন্ন হাত, চলন্ত বাসে ধর্ষণ 
ওদের হাতের ময়লা
আহত ছাত্রকে নদীতে ফেলতে ওদের বুক কাঁপে না!
তাই বাংলা হৃদয়ের   জ ন্যায্য দাবী-
গে ডিজিটাল বাংলাদেশ চাই না, নিরাপদ সড়ক চাই’!


জনগনের রাজস্বে ওরা কোটি টাকার গাড়ী দাপায় 

লাল ফিতার জগতে তাদের খাইখাই স্বভাব!
এবার বালিতে মুখ লুকানো উঠপাখি মানুষ হয়-
'জনপ্রতিনিধিদের সপ্তাহে অন্তত তিনদিন গণপরিবহনে যাতায়াত করতে হবে’!

দেখো, এদেশের বুকে আবার আঠারো নেমে আসে

এদেশ তাদের, এরাই ভবিষ্যৎ বাংলাদেশ!
ঠারোর হৃদয়ে আজ প্রাণের দাবী-
‘সড়কে হত্যার একমাত্র শাস্তি, ফাঁসি চাই’।

মঙ্গলবার, ২৬ জুন, ২০১৮

সুরেণু ঝড়

তোমার হৃদয়ের সবটুকু লাল
অার অামার দ্রোহের অনল।
এক রন্ধ্র অার এক পুষ্পরথে
একক নবীন সূর্যের অাগমন।

শুধূ চেয়েছি তাকে বিমুগ্ধ মনে
দেখি সর্বনাশা ঐ অাখি কোণে।
অামারি শিরার প্রতিটি কণায়
তার সুরেণু ঝড় মাদল তালে।

বুধবার, ২৩ মে, ২০১৮

মৌন বাসর

মম রবি অাজি কোন কোণে ধাঁয়
ওগো বাতায়নবর্তিনী ভালবাসি তোমায়!
হারাই হৃদয় মোরা সুদূর দেশে
মৌন বাসর অলোক পাড়ে

অায়না বন্ধন

রক্তকমল টিপ নন্দী ললাটে 
অায়না বন্ধন নবীন হৃদয়ে,
অাজি বাদল মুখর বাতায়নে
সখার বদন একেঁছি চোখে।

মায়াডোরে

কি মায়াডোরে বুনেছ এ হিয়া?
অাহা, কত্তো সুখে বেধেছ সখা।
কি খেয়ালে অামি তুমিতে মজি?
সখা, জানি অাজি তাহা জানি;
ভালবাসা, ভালবাসো, ভালবাসি!

জাতিস্মরে

প্রজন্মান্তরে দীপ জ্বেলে যাই
অগ্নি অমরাবতীর ললাটিকায়।
বেঁচে থাকি তাহার হাস্যকোণে
ফিরে অাসি পুনঃ জাতিস্মরে

ডায়াসপোরা

অামার অামি ডায়াসপোরা,
তোমার গহিনে চমক তোলা।
অামার অামি বিষম একলা
তোমার হদয়ের পবন দোলা।

হোমো সাসের

বরজ ক্ষেতে নরকী বুনন
উর্বর পলিতে মরণ রসায়ন।
'শান্তি জয়ী'-র রোহিঙ্গার প্রাণনাশ
পূণ্যি লভে 'হোমো সাসের' অাবির্ভাব।

তিমিরে শপথ

রোজা নামচায় অালুনি স্মাণ
প্রভাত রাঙ্গাতে দীপ্ত ম্লাণ।
অষ্ঠপ্রহর তক্কে মিছি ভাবনা
তিমিরে শপথ নিরবে শুক্লা।

স্বপ্ন

চলকে চলেছি বাঁকে বাঁকে
জলেতে ভেসেছি উর্মি তলে।
খেয়ালে গেয়েছি সুরে লয়ে
প্রভাতে মেখেছি স্বপ্ন গা'য়ে।

বাধন বর

ফিরছি অাবার কলের জীবনে
হইতে কলনোকর!
মিশে যাই অাবার ইট পাথরে
ফেলে বাধন বর!

অস্তাচলের ধোকায়

বিহ্বল নিশীথিনীর অম্ল জটলা,
পবন পুত্রের ধরত্রীকন্যায় অপেক্ষা।
অস্তাচলের ধোকায় উলট ভাবনা,
এতদূর পেরিয়ে নিসঙ্গ একলা।

নাকের নোলকে

বাতায়নে ভেসেছি খেয়ালে
সখি তোমারি বাসনা মিলাতে
অাহা কি ঢং এ বাধিয়েছ
তোমার নাকের নোলকে।

মা

মা অামার মা
স্নেহের বাধন গড়া।
মা অামার মা
অালোয় জগত ভরা।
মা অামার মা
নাড়ির টানে ফেরা।
মা অামার মা
শান্তির অাচল ছায়া।

অালোকের অন্তঃপুরে

রাত্রির পরিপঙ্খতায় সূর্য
অালো ছড়ায় ভোরে।
ছায়ারা অাবার হৃদয়ে ঘুমায়,
অালোকের অন্তঃপুরে।

রূপালী স্নান

পলাশ রাঙ্গার গোপন চাদর
তমালিকা! তব বচনে তপ্ত অাদর।
জোছনা কুমারীর রূপালী স্নান
তিলোত্তমা! তব ঝিলিকে সকলি ম্লান।

নিরন্তর ঢেউ

বিহ্বল মনে উঠা নিরন্তর ঢেউ
অপূর্ণ ধ্বণি যোগে অপলক কেউ।
সুখের ঠায়ে নিথর কনক গর্ভে 
বহে অমিয় ধারা ললাট নেত্রে।

হৃদয়ের নদী

সূর্যের রূপার রঙে ঝলমল করিছে প্রহর
নিম্নে দিকচিহ্নহীন সুপ্তি মগ্ন মেঘের প্রান্তর
সেখানে ঘাসের পাতা ঘুমের মত
অজস্র পাতার ফাঁকে
হৃদয়ের নদী হয় চাঁদ নেমে আসে

টুনাটুনি সংসার

হিমাদ্রী নীল বুনো শালিকের চোখে
অশান্ত কল্লোলময় বিপ্লবী বাতায়নে।
ধরণী স্বপ্নে চড়ুইভাতি মিটিমিটি জ্বলে
শিশিরধৌত জোনাকির স্বল্প অাগমনে।
অাধার মুছে ফেলে রাত জাগা পাখি
রূপার চাঁদ অার বিস্তৃত স্মৃতির মাঝে।
অামের মুকুল হারায় কুয়াশার চাদরে
শূন্যের দেয়ালে টুনাটুনি সংসার বাঁধে।

বাধ ভাঙ্গা উচ্ছ্বাসে



যেখানে দুই নদীর একটি ঢেউ......
যেখানে বাধ ভাঙ্গা উচ্ছ্বাসে ডেকেছিলো কেউ।

গোধূলীর নিড়ে!

সোনালী স্বর্ণের তাপদহনে দীপ্ত পুড়ে ছাই হয়
নোনাজলের নপুংসকতায় দরিয়া যৌবন হারায়।
কালরাতের কালোছায়ার অাধার হারিয়ে য়ায়
হিমবায়ুর দাপটে ঘুমচোখা পরিযায়ী পথ হারায়।
বৃদ্ধ খেয়ায় মাঝিমাল্লা পাড়ি দেয় কুয়াশার বাঁকে
পরিত্যাক্ত বীরাঙ্গনার ছেড়া কাপড় ফিরে পেতে।
তবু শিমুল তার নিযুত পল্লবপুঞ্জ মেলে ধরে শূন্যে
যদি সুখ-সারির বিকেল ফিরে গোধূলীর নিড়ে!

স্বর্গের ছায়ায়!

জীর্ণতা অামার ঝরে যায়..... 
অনাবিল সংসারের মায়ায় 
অনিন্দ্য সুন্দরের অপেক্ষা-
স্বর্গের ছায়ায়!

নব্য প্রতীক্ষায়

কুয়াশার চাদরে অাঁকা নবোঢ়ার পৌষ সজ্জা
তাঁর মুক্তোমাখা শিশিরের চোখে তাঁরার মেলা।
প্রভাত ফেরী কানে পরেছে ঘুম কুমারীর দুল
পাখপাখালির ডানায় ভেঙ্গেছে রবিরশ্মির ভুল।
ইন্দ্র বায়ুর জোয়ারে মেঘ অাসে জলধির পানে
উদধির এক রতি নীলকান্ত সে নারীতে বাধে।
জাদুর ছোয়ায় রুপালী বিন্দুর প্রাণ হেসে ওঠে
নব্য প্রতীক্ষায় মহাকাল অপেক্ষার প্রহর গুনে।

ছলরশ্মি

প্রচ্ছন্ন ইশারায় বলেছি অর্থের স্বীয় গাম্ভীর্যতা
অব্যক্ত অালাপনে সাজিয়েছি নিরব উপত্যকা।
কল্পনার অভ্যন্তরে ঘুমিয়ে অামার স্বপ্ন অনুভব
বাস্তবের আড়ালেই লুকিয়ে অামি পরাবাস্তব।
অাকাশের ওপারে অামি হেটে চলি ছায়াপথে
সুমেরু রাজ্যে মধুরতম অভিযান আমার মনে।
শ্বেত ছায়ায় সময়ের সুগন্ধ ফুলগাছের ডাল
এই যে চাঁদের ছলরশ্মি! মনে রেখ চিরকাল।

মাঘ অাসবে বলে!

সাদা কালোর মাঝে কুহেলীর
একটি শিশিরবিন্দুর প্রতীক্ষা।
মাঘ অাসবে বলে!

মেঘের ওপাড়ে

কুয়াশার নিঃসঙ্গ রাতে
বন্ধুর বাঁকে ভয়ংকর আতংকে;
সুদূরের পথিক অন্তহীন পথ ধরে
বিরানহীন পথে হাঁটে আর হাঁটে।
হাঁটতে হাঁটতে জোড়া চোখ
উপযোগের সন্ধান করে;
নিগূঢ় চিন্তায় অার বিষণ্ণ অবয়বে
চোখ রাখে কেবল মেঘের ওপাড়ে।

নিঃস্ব অাবাসে

পরিযায়ী বুনোহাঁসের ফেরার টানে
অংশুমালী নেমে অাসে ধরণীগর্ভে।
তবু হিমানির কুহক তাকে বশ করে
তীব্র অসুখের গন্ধ মনে লেগে থাকে।
নিশ্চুপ ঢেউের ললাটে কলঙ্ক মাখা
রক্তপদ্মের পরাগে অদৃষ্ট বিভীষিকা।
অাজ হিম-বায়ু-চাঁদ ডুবে নিথর জলে
তাঁরা-রা তাই ফিরে যায় নিঃস্ব অাবাসে।

তার ভূচিত্র

দু ঠোটের উপর সৌভাগ্য মিশে ওষ্ঠগুলের রং
সে রঙের স্ফুটনে ঐশ্বর্যের গন্ধ মিশে বারুদে।
সুরভিত হয় সবুজের এই বিশ্ব প্রতিটি পরতে
অামি রবি অাঁকি তার ভূচিত্র প্রতিটি কোণে।

হুতাশনের অাহ্বানে

বেহালার তারে তুলেছি অনুরাগী ধ্বণি
অবগাহনে দিয়েছি পাড়ি চাঁদের সিঁড়ি।
সপিয়া অঙ্গার মনের অঞ্জলী হাসিমুখে 
জ্বালিয়েছি হৃদয় হুতাশনের অাহ্বানে।

ত্রিভুবন বিমানবন্দরে

১৭ টি প্রাণে অবধি ইসরাফিলের ফুৎকার
কুহরে প্রতিক্ষণ মৃতগামীর অাত্মচিৎকার।
একে একে ঝলসে যায় ৫০ টি তাজা প্রাণ
হিমালয়ী কন্যার ত্রিভুবন বিমানবন্দরে।
স্তব্ধ নেপাল অার কেপে ওঠে পর্বতমালায়
সাথে ইউএস-বাংলার উড়োজাহাজের বুকে-
পুড়ে খাক হয় ১৬ কোটির বাংলাদেশ।

প্রিয়তম ভালোবাসি

যার অংকগুলি ছিল তাকে নিয়ে,
যার অস্তিত্ব শুধূ তার স্তবে -
তবু সে ছিল তার অগোচরে!
এক বিন্দু কষ্ট যে কখনো দেয়নি,
তবুও সে তাকে কখনো বলেনি-
প্রিয়তম ভালোবাসি!

বলির রক্তে

নর পশুর জ্বলন্ত লিপ্সায়
ফনা তুলে রাক্ষুসে গোখরা
নীল বিষ নিমেষে ছড়ায়
নিষ্পাপ দেহের অবয়বে।
বালিকার জড় দেহ গলে পড়ে
লক্ষ শহীদের অাত্মার উপর
বাংলার দামাল ছেলে জন্য-
বলির রক্তে রাঙ্গে বাংলাদেশ!

তুই রাজাকার

এরা বলে কোটার সংস্কার
ওরা বলে তোরা রাজাকার!
শেখ মুজিবের সন্তানেরা -
অাজ রাজাকারের বাচ্চা!
১% বাংলার ৯৯% রাজাকার
তুই রাজাকার সব রাজাকার!

শুভ নববর্ষ

প্রভাতী পান্তা ভাতে কাচা লঙ্কা
সরষে ইলিশের ঘ্রাণে মাতোয়ারা।
বাঙ্গলীর ঘরে ঘরে পহেলার প্রাণ
ধুয়ে মুছে সাফ হয় মনের ঝঞ্জাল।
শুভ নববর্ষ ১৪২৫।

গর্বিত বাঙ্গলী

অগ্নি স্নানে শুদ্ধ করি
মম হৃদয় হেরী।
বৈশাখের ঐ রুদ্র ঝড়ে
ভাসাই মনের কালি।
মঙ্গল জলে শুচি হই
ফেলে পাপের ঝুড়ি।
মম বাংলা হিয়ায় একতারা সুর
অামি গর্বিত বাঙ্গলী।

মঙ্গলবার, ২২ মে, ২০১৮

পথ

বায়ুর পিঠে পথ চলে অন্য পথে
যে পথে মর্ মর্ নিঃশব্দ ঝংঙ্কার।
যে পথে হয়না ঝরা পাতার কথা
যে পথ গোপনে রাখে বিশ্বমাতা।

যে পথে কেউ দেখেনি  তাঁরকা
যে পথে কেউ লেখেনি কবিতা।
যে পথে পথ  হাটেনি কোনদিন
পথ খুজে চলে সে পথের দিশা।

গোধূলীর বাঁকে বিরানভূমি পথ ধরে
এক পশলা বৃষ্টিজলের পতনোল্লাশ।
মেঘের গাঁয়ে পূর্ণ চন্দ্রের ছুটির ঘন্টা
তাই সন্ধ্যা তাঁরার অাজ উঠতে মানা।

কাশফুলের বনে তার সকল কথা
বিলিয়ে কষ্টা গাথা মৃত্তিকার বুকে।
গহিন বনে একালা পথ হেটে চলে
অপর প্রান্তের অপেক্ষা যুগে যুগে।

নৈশব্দ ঝাউবনের স্মাত পল্লবে মতোই
জলের দ্যূতি পথচিবুকে অাছড়ে পড়ে।
সর্ সর্ ধারা অার ছলাৎ কিঙ্কিণী সুরে
মুক্তধারা বয়ে চলে গহিনের শেষপ্রান্তে।

পথের জীবন্ত চিত্রপঠ মৃত্তিকা বুকে
পথ চিত্র অাঁকে তার জলের ললাটে।
বিন্দু কণার বিরামহীন অভিযাত্রায়
পথের বজ্রমুঠি বিজয় কেতন ওড়ে।

অাবার পথ ওঠে বায়ুর পিঠে
নতুন অালোক পথের সন্ধানে।
এভাবে অাবার অন্য কোথাও
পথ অার পথের দেখা মেলে।

বৃহস্পতিবার, ১৭ মে, ২০১৮

শ্রেষ্ঠ অতুলা

অামার অস্থিরতা, তোমার ঈর্ষা
অামার খ্যাপমী, তোমার লজ্জা
ব্যক্ত  অব্যক্ত  সমুদয়  অনুভূতি
ঢেউ তোলে ধমনীর রক্তস্রোতে।

দ্বিপ্রহের ছায়ায় একবিন্দু আলো 
কৃষ্ণনিশায় তুমি  উজ্জ্বল নক্ষত্র।
বৈক্লব্যে তার অানয়ন নীড়ে প্রশান্তি  
মম দৈন্যতায় সে নিষ্কৃতির কাণ্ডারি।

পুরাঘটিত মহকালের ন্যায়
শ্রেষ্ঠ অতুলা, তুমি এ দুয়ারে।
অপেক্ষায় সে যন্ত্রণা অার নয়
যে যন্ত্রণায় মর্ম ডুকরে উঠে।

সমীরণের ঐ আঙুল ছুঁয়ে 
তুমি অাবার এসেছ স্পর্শে।
রেখেছি সহস্র স্বপ্ন মালা
দেখ, তোমার অধিকারে।

মম অস্তিত্ব তাকে তুলে দিয়ে
অাজ তৃপ্ত  মনের নগ্ন উল্লাস। 
তার দাপটে ছিড়ে অনন্য প্রাণ
সানাইড হৃদয়ে গরিমা জম্মে।

শত সহস্র শতাব্দী বেঁচে থাকি
অাামাদের স্বপ্ন ছড়িয়ে দিতে।
মিশে থাকি প্রতিটি ধূলিকণায়
পরিভ্রমণ করি সমগ্র ব্রহ্মাণ্ডে।

নক্ষত্রে রশ্মিজালে প্রতিদিন
ছরিয়ে পড়ি  বিশ্ব ব্রহ্মাণ্ডে।
সে রশ্মি খুজে ফিরে তোমায় 
তোমায় খুঁজে পাই জান্নাতে।

দেখি তুমি বেশ অাছো
অামার দেওয়া রক্তের সাথে।
সহস্র স্বপ্ন জাল বুনছো 
অামাদের অাগামীকে ঘিরে।

প্রতিক্ষণে খুজে  নিই তোমায়
শত সহস্র  স্বপ্নলোকের মাঝে।
ফিরে পাই পৌরুষদিপ্ত কামনায় 
বা নতুন লেখা  কোন কবিতায়। 

মঙ্গলবার, ১ মে, ২০১৮

কেন ১লা মে বিপ্লবী?


শিকাগো, ১লা মে ১৮৮৬, তিন লক্ষ-
কণ্ঠে স্লোগান, নেমে আসে রাজপথে
ওদের সরল চিত্তে ছিল- শাশ্বত সাম্য,
বজ্রমুঠে গাইতি- শাবল, আর কিছু প্রশ্ন।

কবে বিনাশ হবে বুর্জোয়াঁর ঠাকুরালি?
কবে হবে ওদের নিপীড়নের সমাপ্তি?
কবে অস্ত যাবে এই বৈষম্যের বিধি? 
কবে পাবে শ্রমিক তাঁর ন্যায্য মজুরি?

ফিনিক্সের মতোই জেগে ওঠে ওরা
লাখো কণ্ঠে প্রকম্পিত হয় রাজপথ-

"রোজ আট ঘন্টা কাজের দাবী,
ন্যায্য শ্রমের চাই ন্যায্য মজুরি।"
"সাম্যবাদী  নিশান তুলে ধরো
জালিমের জুলুম রোধ করো।"
.................................................

নিপীড়কের নীল নকসার চক্রান্তে
বিপ্লবী মিছিলে গুলি চলে- ঠাঁ ঠাঁ, ঠাঁ ঠাঁ।
বিপ্লবীরা দৃপ্ত কণ্ঠে কবিতা বলে চলে
বিদ্রোহী কবি ওরা, এক চুলও না নড়ে।

সেদিন এগারো জন বিপ্লবী কবির-
রূধির ঢেউ আছরে পরে চৌদিগন্তে।
ওদের উষ্ণ রক্তে জাগ্রত হয় সাম্যবাদ
আত্মা ঠাঁই নেয় বিশ্বজননীর জঠরে।

প্রহসন মঞ্চে ছয় তেজীর ফাঁসি হলো 
কাণ্ডারী কবি দিলো জাগ্রত আত্মাহুতি।
............................................................

শহীদ কবির অজর কাব্যের ঐকতানে 
শোষকের তখক- প্রাসাদ কেঁপে উঠে।

অতঃপর তাঁবেদার বাধ্য হয় কুর্ণিসে
মহাকালে গাঁথা হয় সাম্যের নবধারা।
'সবার উপর মানুষ সত্য' এই রবে
আবৃত হয় একসুরে 'মহান ১লা মে'।

ফিরে আসে চেতনায় বিপ্লবী ১লা মে
ফিরে আসে কোটি সংগ্রামী কবিকণ্ঠ।
বিপ্লবী কবিরা এক সুরে গেঁয়ে ওঠে
"দুনিয়ার মজদুর এক হও!"

রবিবার, ১ এপ্রিল, ২০১৮

বিয়োগিনীর বৃত্তকলি

পরবাস্তব স্বপ্নে অালেয়া দুলছে অার দুলছে
অবেলার নিশুতি ঝলমলে নিঃসঙ্গ তারাটি,
আমার ভুতুড়ে সত্ত্বার ভিতরে ঢোকে কথা তার
মাঝরাতের শিতল পরশে সে অামি একাকার।

অালেয়ায় হারাই তার বিবর্তনের মাঝে
ধিকি ধিকি অলীকে, অম্বরের শেষপ্রান্তে
কৃষ্ণগহ্বরে যদি কখনো বা হারিয়ে যাই
বিলকুল অাফসোস নেই অার তাতে।

ইচ্ছে করে তাঁরার ছোট্ট সুমধূর কন্ঠস্বর শুনি
ছুই অালোক সিন্ধুর ঝলঝলে একরতি রশ্মি।
বিয়োগিনীর বৃত্তকলি তার অাঙ্গিনায় গেয়ে উঠে
বৃত্তের অাবর্তে ছড়ায় ধ্বণি রেখার শেষ প্রান্তে।

কেবলি কি জৈবিক অান্দোলনে দিশেহারা তুমি?
প্রেমের শেষ প্রান্তে বীজাণু ছাড়া কিই বা অাছে?
শুধুই কি বিস্ফারিত হয় হিত জাতের অনুকণা?
নাকি পরজীবী বংশধারায় ভবে কশেরুহীন ছায়া?

নিষ্প্রাণ গলিত লাশের মতই অামার হাড়গোড়
নিসাড় দেহে নিয়ে বিচ্ছিন্ন হবো তোমার হতে।
অতঃপর বিগ ব্যং এর মতো মনের দূরত্ব বাড়ে
দিনশেষে পাবেনা অার ঝড়ে পড়া উল্কার মাঝে।

এখন বন্ধনের সবগুলো গিট ইশ্বর কর্তৃক পরিত্যক্ত
ক্রমশ সে অন্তে মিশে অাবছায়ায় বিস্ময়কর ভাবে।
কিংবা অনিবার ক্রন্দন তার বিনম্র হাসিতে দেখবে 
চিহ্ন পাবে তোমার সমাধি সৌধে সেই অামাকে।

হয়তো ডাক শুনবে অাবার পথচারীদের ভিড়ে
কাঁক ডাকা ভোরে বা নিস্তব্দ জনশূন্য পরিবেশে।
অথবা মুক্তির নগ্ন যাত্রায়, অস্থির জনতার ভিড়ে
নতুবা অস্তিত্ব হারিয়ে ফিরবে নিখোজের মাঝে।

তৃষ্ণার্ত বালিকার সারাটা পথ বইতে হবে একা
তুমি চিহ্নহীন পথে  হাটবে,
অামি নির্লিপ্ত নয়নে দেখবো ওপাড় হতে।

পথরেখা সময়হীন ঘড়ির কাটায় থমকে থাকবে
তুমি অাসবে, মিশবে মহাকালের মাঝে,
এ বুকের শেষ প্রান্তে অবশেষে!

পৌছাতে অতীতে

তাঁরাদের নামতা ধরে  নিস্তব্ধতার গহীনে
সময় অাবার অবেলায় দ্বারে কড়া নাড়ে।
বৃদ্ধ সময়ের সেই বৃথা চেষ্টাই সার তবে
বর্তমান পিছে ফেলে পৌছাতে অতীতে!

বৃদ্ধ সময়ের অতীত অাজ বিষম জীর্ণ 
রিক্তের বেদনায় অপেক্ষা মহাকালের।
তার কালের প্রতি একটুক্ষণের ভিক্ষে 
যদিবা ছুতে পারে সবুজ গাঁয়ের দেশে!

শুক্রবার, ৩০ মার্চ, ২০১৮

বৃষ্টিকে ভালবেসে!


হে নিরদ!
গুরগুরে চিত্ত অশান্ত জলদের দোলে
টিপটিপ স্তননে ডর হয় বুকের কোণে।

হে কজ্জল!
অামি অয়ন অাচ্ছন্ম রই নিশুতির অাগে
অাজ তোমার প্রথম বর্ষা অামার ভুবনে।

হে মেঘলা!
মর্ত্য অাজ সজীব হয় তোমার বিসর্জনে
চৌচির বুকের পিয়াস মিটাই উষ্ণ নীরে।

হে পুষ্কর!
বাদল ধারায় সহস্র  অভ্রংলিহ যাই এঁকে
অাজলা ভরে জলটি রেখো অামার নামে।

অভ্রংলিহ যাই এঁকে-
বৃষ্টি তোমায় ভালোবেসে! 

বুধবার, ২৪ জানুয়ারী, ২০১৮

কাছে আসার চিহ্ন

উদ্বেল গহিন বেলায় নিশুতির স্বপ্নঘোরে 
তার যামিনী  হাসির ঢেউ জোয়ারে মিশে।
অালাপন  করি  তাঁর ভাবী স্মৃতির সাথে
অামি শুনে যাই তাঁর ঝংকার বিরান পথে।

অামি হারাই ঠিক তার ধ্বনিরাগের মাঝে
ঐ ধ্বনির কেন্দ্রস্থলে গতিশুন্য পরিভ্রমন।
অামি  মিশে যাই  তোমার চিবুকের স্পর্শে
অামি অাটকে থাকি ঠিক ব্যাঁঞ্জনের মাঝে।

সন্ধ্যা সাঁঝে পদ্মজলের প্রতীক্ষা তাঁর ছায়ায়
খুজে ফিরে সে দীপ্ত রাত্র, নৈঃশব্দ্যের ধাঁধায়।
তার প্রিয় বুলি, প্রতিটি বচন  হয়  স্তবের গান

এনেছি দেখ দুই জনমের  গোলাপ অফুরান।

অামার সকল প্রতিলিপি অাজ প্রাণ পায়
সখি বিরাজ করি তোমার চোখের তারায়।
প্রদীপের আলোয় তোমার রূপ তুলে রাখি
কপাটিকা খুলে দেখো সাড়া ঘরে কার ছবি।

তোমার মুক্তকেশের বায়ু এসে হারায় কাজলে
নাকফুলের মুক্তো  দ্যুতি  ছরিয়ে  পরে অাননে
সমীরণের প্রতিটি কণা  ছরিয়ে পরে মহাবিশ্বে
এই বসুন্ধরা কতই না ছোট প্রিয়তমার চোখে!

জলধী পারে বেলাভূমির নিড়ে গড়ি অন্বয়
বালুকাবেলায় হয় সন্ধি স্নিগ্ধ হাসনাহেনায়।
রোদের ছটায় স্নান করি, খোল প্রবেশদ্বার
পূর্ণ করো প্রীতির মায়ায় অামাদের সংসার।

দুই ঠোট উপর সৌভাগ্য মিশে ওষ্ঠগুলের রং
সে রঙের স্ফুটনে ঐশ্বর্যের গন্ধ মিশে বারুদে।
সুরভিত হয় সবুজের এই বিশ্ব প্রতিটি পরতে
অামি রবি  অাঁকি তার ভূচিত্র প্রতিটি কোণে।

অামি দিয়েছি একরতি অনুরাগ  রক্তের মধ্য
তার আত্মায় রেখেছি লুকিয়ে এক বিন্দু সত্য।
রেখেছি কয়েক দানা খুদ  'সত্য' বাঁচবে বলে
উড়েছে বিহগ রোদের নেশায় তার অাগমনে।

হে প্রিয়, তুমি অাসবে অামার 'সত্য' নিয়ে
গোধূলীর রং তার বুকে মেখে-
অনেক প্রতিশ্রুতি নিয়ে তুমি ফিরে আসবে,
সূর্য ডুবে গেলে ।

সেটাই হবে অামাদের কাছে  আসার চিহ্ন!

শুক্রবার, ১৯ জানুয়ারী, ২০১৮

সে অামার পাহারায় থাকে!

অরুণের মতোই উদোম অামি
নগ্ন অামার অনুরঁজিত পৃথিবী।
নিরুত্তাপহীন অবকাশ নিরিবিলি
একাকী ক্ষণ গুনি  নিথর মনে।

অামি অামার পাহারায় থেকে!

গোপন চাবুকের আঘাত সংযমী মনে
মৃত্তির ধুকধুকানিতে নীর ফুঁসে  ওঠে।
অাশান্ত রাতের নোলক বয় বিপরীতে
পাল্টা-স্রোতে হারাই নৈঃশব্দের তীরে

অামি অামার পাহারায় থেকে!

তোমার বুকের ঝালরে অাকাশ বিনিদ্র
হিমেল ছায়ায় শ্যামল চাদর বুকে নিয়ে।
প্রহর গুনি তার ডানা ঝাপটানোর পথে
শ্রবণহীন ঝরনার একমুঠো হাসি মেখে।

অামি অামার পাহারায় থেকে!

চাঁদ এসে ছুয়ে যায় তার ভেসেচলা ছায়া
প্রবেশ করে শিরায়, উপশিরায় বা রক্তে।
কিংবা অাতসবাজির স্ফুলিঙ্গ ছরিয়ে পরে
তার পাতলা স্বচ্ছ রেশমি বসনের নিচে।

অামি তাঁর পাহারায় থেকে!

তার অবারিত কোমল বিন্যাসের উপর
অামার গ্রহ-নক্ষত্ররাজি অধিষ্ঠান করে।
তার স্নেহে সুমেরীয় অাবর্ত ভেসে চলে
শান্তনু কুমেরুর শৈত্যের অধীর প্রবাহে।

অামি তাঁর পাহারায় থেকে!

সে কর্বুর  হয়ে  রাঙ্গিয়ে  যায় এই চৈতন্যে
রাত্রির সবটুকু  ঘ্রাণ  মিশে  উত্তাল  বুকে।
অনুভব করি অামর্শের দোল গভীরভাবে
অামি স্বর্গীয় অাবেশে বেঁচে থাকি কেননা-

সে অামার পাহারায় থাকে!

রবিবার, ১৪ জানুয়ারী, ২০১৮

যে ছিলো পৃথিবী সৃষ্টির আগে।

#যে_ছিলো_পৃথিবী_সৃষ্টির_আগে।

যদি অনুভূতির রঙ আরো হয় বিষন্ন
যদি অঙ্গুলি আর না পায় দেহ স্পর্শ
যদি নয়নের কোণে আরো অশ্রু জমে
যদি অধর দু'টি আরো তিরতির করে।

তবু মনের আয়নার তাঁকে সুধাই—
সব কিছু কি ঠিকই আছে?

যদি ডাকি আবার যৌনতার বাঁকে
যদি আবারও চাই কামনার রুপে,
যদি তখনও তাঁর রক্ত না হয় উষ্ণ 
যদি যৌনাঙ্গ রয় নিথর ধ্বজভঙ্গ ।

তবু ঘুমচোখা দেহে তাঁকে বলি - 
সব কিছু কি ঠিকই আছে?

যদি হারাই কোন কলঙ্কের মাঝে
যদি লিপ্সা বিলি বাজারীর খাঁজে,
যদি বিরহ মাখি  তাঁর দরদী মুখে
যদি অনল সিঁধি তাঁর বিমল মনে।

তবু অদৃশ্য চিত্রপটে তাঁকে বলি -
সব কিছু কি ঠিকই আছে?

সে আমার খলতার তীব্রতা নয়
সে আমার দ্যোতন আত্মবিশ্বাস।
সে আমার দাম্ভিক অহমিকা নয়
সে আমার অনিঃশেষ ঠিকানা।

আমি দেখেছি তাঁর নিষ্পাপ সুরৎ
জরিয়ে এক চিলতে মিহি কাপড়ে।
তাঁর বিটপী মালা চষে বেরিয়েছি
যে ছিলো পৃথিবী সৃষ্টির আগে!

সহসা আমি নিখোঁজ হবো মহাকালে
তবু খেপাটে আত্মা চাইবে তাঁর যোনি।
অতৃপ্ত শিশ্ন, যৌনতায় খুঁজবে তখনো- 
যে ছিলো পৃথিবী সৃষ্টির আগে!

পুরোবতী দ্রাবণ

একটি হলুদ পাখি ডালে হাসিখুসি
তার হাসি গলে যায় ডানার পরতে
এভাবেই তো গলে যাই তোমার চিত্তে।

দেখো চোখের উপরে মিষ্টি রোদ-
দোলনার মতো হেলে দুলে।

ষড়ঋতুর সবটায় পাবে অনুভূতির ঘ্রাণ
এভাবেই তুমি ও আমি পুরোবতী দ্রাবণ
এভাবেই তো বেঁচে আছি অপরাপর মনন।

দেখো আত্মা দাউ দাউ করে জ্বলে-
দেহের উত্তাপ বায়ুতে মিশে।

রঙ্গকাল

অামি মহাকাল

অামি অাকাশ অামি পাতাল অামি সুউচ্চ অামি পতিত। অামি নম্র অামি লৌহ অামি হার অামি বিজিত। অামি হাস্য অামি অশ্রু অামি মিলন অামি বিরহ। অাম...